নয়াদিল্লি, 19 এপ্রিল : করোনা নিয়ে বিশেষ আলোচনার জন্য় দু’দিনের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করল শিবসেনা ৷ শিবসেনার রাজ্য়সভার সাংসদ সঞ্জয় রাউত আজ এবিষয়ে জানিয়েছেন, প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ আর এই পরিস্থিতিতে আলোচনার জন্য় বিশেষ অধিবেশন ডাকা দরকার ৷
করোনায় দ্বিতীয় ঢেউয়ে সবথেকে খারাপ অবস্থা তৈরি হয়েছে মহারাষ্ট্রে ৷ তথ্য় অনুযায়ী গতবছরের তুলনায় এবছর করোনায় দ্বিতীয় ঢেউয়ে আরও বেশি সংখ্য়ক আক্রান্ত হচ্ছেন ৷ গত 24 ঘণ্টায় সেখানে করোনা আক্রান্তের সংখ্য়া 68 হাজার 631 ৷ এই পরিস্থিতি তৈরি হওয়ার পরেই চিন্তা বাড়ছে মহারাষ্ট্র সরকারের ৷