পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা নিয়ে আলোচনার জন্য় বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ শিবসেনার - Shivsena

করোনায় দ্বিতীয় ঢেউয়ে সবথেকে খারাপ অবস্থা তৈরি হয়েছে মহারাষ্ট্রে ৷ তথ্য় অনুযায়ী গতবছরের তুলনায় এবছর করোনায় দ্বিতীয় ঢেউয়ে আরও বেশি সংখ্য়ক আক্রান্ত হচ্ছেন ৷ গত 24 ঘণ্টায় সেখানে করোনা আক্রান্তের সংখ্য়া 68 হাজার 631 ৷ এই পরিস্থিতি তৈরি হওয়ার পরেই চিন্তা বাড়ছে মহারাষ্ট্র সরকারের ৷

Covid
ছবিটি প্রতীকী

By

Published : Apr 19, 2021, 1:10 PM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল : করোনা নিয়ে বিশেষ আলোচনার জন্য় দু’দিনের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করল শিবসেনা ৷ শিবসেনার রাজ্য়সভার সাংসদ সঞ্জয় রাউত আজ এবিষয়ে জানিয়েছেন, প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ আর এই পরিস্থিতিতে আলোচনার জন্য় বিশেষ অধিবেশন ডাকা দরকার ৷

করোনায় দ্বিতীয় ঢেউয়ে সবথেকে খারাপ অবস্থা তৈরি হয়েছে মহারাষ্ট্রে ৷ তথ্য় অনুযায়ী গতবছরের তুলনায় এবছর করোনায় দ্বিতীয় ঢেউয়ে আরও বেশি সংখ্য়ক আক্রান্ত হচ্ছেন ৷ গত 24 ঘণ্টায় সেখানে করোনা আক্রান্তের সংখ্য়া 68 হাজার 631 ৷ এই পরিস্থিতি তৈরি হওয়ার পরেই চিন্তা বাড়ছে মহারাষ্ট্র সরকারের ৷

আরও পড়ুন- ভয়ংকর হচ্ছে করোনা, আজ ফের বৈঠকে মোদি

আজ সঞ্জয় রাউত এবিষয়ে একটি টুইটে জানান, "এটি প্রায় একটি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ সবজায়গায় অত্য়ন্ত চিন্তা ও বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, ভ্য়াকসিন নেই ৷ পুরো বিষয়টি একটি বাজে পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ এবিষয়ে 2 দিনের জন্য় অধিবেশন ডাকা দরকার ৷ "

গত সপ্তাহে মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ৷ কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে ব্য়স্ত থাকার জন্য় কথা বলতে পারেননি মোদি ৷

ABOUT THE AUTHOR

...view details