নয়াদিল্লি ও গ্রেটার নয়ডা, 15 অগস্ট: মঙ্গলবার সারা দেশে জাঁকজমকপূর্ণভাবে 77তম স্বাধীনতা দিবস পালিত হল । গ্রেটার নয়ডার রাবুপুরার ডিপিএস স্কুলে পাকিস্তানি নাগরিক সীমা হায়দারের চার সন্তানও ভারতের স্বাধীনতা দিবসে সামিল হল ৷ তবে তারা ওই স্কুলে পড়ে না ৷ কিন্তু স্কুলের তরফে তাদের এ দিনের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় ৷ তাই তারা সেখানে গিয়েছিল ৷
ডিপিএস চেয়ারম্যানের বিবৃতি: দিল্লি পাবলিক স্কুল, রাবুপুরার চেয়ারম্যান ভীম সেন শর্মা জানিয়েছেন, সচিন মীনার বাবা সীমার চার সন্তানকে স্কুলে ভরতি করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন । কিন্তু স্কুল ম্যানেজমেন্টের বক্তব্য সীমাকে এখনও ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়নি । তাই তাদের পক্ষে ওই চারজনকে ভরতি করা সম্ভব হয়নি । তবে স্বাধীনতা দিবস উপলক্ষে ডিপিএস ম্যানেজমেন্ট কমিটি সীমার চার সন্তানকে আমন্ত্রণ জানায় ও তারা সবাই অংশ নেয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে ।
সীমা হায়দারের দেওয়া ভিডিয়ো: ভারতের 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে সীমা হায়দার একটি ভিডিয়ো প্রকাশ করেছেন ৷ ওই ভিডিয়োতে তিনি ভারতে বসবাস করার ইচ্ছা প্রকাশ করেছেন । তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশ সরকারের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে ।