নয়াদিল্লি, 12 অগস্ট: শুক্রবার লোকসভায় ভারতীয় ন্যায় সংহিতা বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি জানিয়েছেন, এই নয়া বিল ভবিষ্যতে সংসদের দুই কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হলে তা ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি-এর জায়গা নেবে ৷ দেশের আইনি ব্যবস্থার খোলনলচে বদলানোর ব্যবস্থা থাকছে এই নয়া বিলে ৷ যার অন্যতম হল শতাব্দী প্রাচীন রাজদ্রোহ আইনের বিলোপ ৷ আইপিসি-এর 124এ ধারায় বর্তমানে এই রাজদ্রোহ আইনের কথা বলা হয়েছে ৷ নয়া বিধিতে আর এই আইন থাকছে না ৷ তার বদলে আসছে রাষ্ট্রদ্রোহ আইন ৷ যেখানে থাকছে আরও কঠিন শাস্তির ব্যবস্থা ৷
রাজদ্রোহ আইনের যৌক্তিকতা বিষয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে ৷ বিরোধীরা এই আইনের যথেচ্ছ ব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করে ৷ ব্রিটিশ আমলের এই শতাব্দী প্রাচীন আইন নিয়ে কেন্দ্র সরকারকে ভেবে দেখার পরামর্শও দিয়েছিল শীর্ষ আদালত ৷ অবশেষে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এই আইন বাতিল করার ৷