রায়পুর, 6 নভেম্বর: রাত পোহালেই ছত্তিশগড় বিধানসভার প্রথম পর্বের ভোটগ্রহণ ৷ আর মঙ্গলবার নির্বাচনের প্রথম পর্বের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো রাজ্যকে ৷ মাওবাদীরা ইতিমধ্য়েই ভোট বয়কটের ডাক দিয়েছে ৷ সুতরাং নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না নির্বাচন কমিশন ৷ আর তার জন্যই আগেভাগেই নিরাপত্তার চাদরে রাজ্যকে মুড়ে ফেলতে চেয়েছে কমিশন ৷
এরই মধ্যে সোমবার কাঙ্কের ও নারায়ণপুরে আইইডি বিস্ফোরণের খবর মিলেছে ৷ যার জেরে এলাকায় ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটের আর দশ ঘণ্টারও কম সময় বাকি। তার আগে ফের মাওবাদীরা নাশকতার চেষ্টা করায় চিন্তার ভাঁজ কমিশনের কপালে ৷ জানা গিয়েছে, কাঙ্কেরের পাখাঞ্জুরে বিস্ফোরণটি ঘটে। রেঙ্গাওয়াহির ধান সংগ্রহ কেন্দ্রের কাছে একটি কালভার্টে মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে বলে খবর। জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনীর তল্লাশির সময়ই এই বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। যার জেরে এক বিএসএফ জওয়ান ও দুই ভোটকর্মী আহত হয়েছেন বলে খবর। মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের একপ্রস্থ সংঘর্ষ হয় বলেও জানা গিয়েছে ৷
এদিনই কাঙ্কের জেলার সমস্ত ভোটকেন্দ্রে পোলিং টিম পৌঁছে গিয়েছে। কাঙ্কের জেলায় কাঙ্কের, আন্তগড়, ভানুপ্রতাপপুর এই তিনটি আসনে ভোটগ্রহণ হবে ৷ 2018 সালে তিনটি আসনই কংগ্রেসের দখলে গিয়েছিল ৷ শাসক কংগ্রেস অবশ্য কাঙ্কের এবং আন্তগড়ের বর্তমান বিধায়কদের টিকিট দেয়নি ৷ অন্যদিকে ভানুপ্রতাপপুরের প্রয়াত বিধায়ক মনোজ মান্ডবীর স্ত্রী সাবিত্রী মান্ডবী, যিনি 2018 সালে এই আসনে জিতেছিলেন, তিনি এবারও কংগ্রেসের টিকিটেই লড়ছেন। কাঙ্কের ও আন্তাগড়ে দুটি বিশেষ রুম প্রস্তুত করেছে কমিশন।
কাঙ্কের থেকে ভানুপ্রতাপপুর বিধানসভা কেন্দ্রেও নিরাপত্তাকর্মীদের বিশেষ দল পাঠানো হয়েছে ৷ যেগুলি সবচেয়ে মাওবাদী উপদ্রুত এলাকা সেখানে বিশেষ তল্লাশি অভিযানও চালাচ্ছে নিরাপত্তাকর্মীরা। কাঙ্কের কালেক্টর প্রিয়াঙ্কা শুক্লা বলেন, "মাওবাদী-আক্রান্ত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷ ভোটগ্রহণের সময় কেন্দ্রগুলিতেও ড্রোন দিয়ে নজরদারি করা হবে ৷" ছত্তিশগড়ে 7 নভেম্বর বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে ৷ নির্বাচনের প্রচার রবিবার শেষ হয়েছে ৷ ছত্তিশগড়ের মুখ্য নির্বাচনী আধিকারিকদের মতে, মোট প্রথম দফার 20 টি বিধানসভা কেন্দ্রের 223 জন প্রার্থী রয়েছেন ৷ এর মধ্যে 198 জন পুরুষ এবং 25 জন মহিলা মঙ্গলবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।