পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Security stepped up in Punjab: বৈশাখীতে ধর্মীয় সমাবেশের ডাক অমৃতপালের ! পঞ্জাবজুড়ে কঠোর নিরাপত্তা - অমৃতপাল সিং

বৈশাখীর উৎসবের আগেই প্রকাশ্য়ে 'অমৃতপাল সিংয়ের' নয়া ভিডিয়ো বার্তা ৷ সতর্ক পঞ্জাব পুলিশ ৷ রাজ্যজুড়ে কঠোর করা হল নিরাপত্তাব্যবস্থা ৷

Security stepped up in Punjab after so called Video Message by Amritpal Singh came out before Baisakhi
আঁটোসাটো

By

Published : Apr 9, 2023, 6:29 PM IST

ভাতিন্ডা, 9 এপ্রিল:বৈশাখীর (পয়লা বৈশাখ) আগে নিরাপত্তা আঁটোসাটো করা হল পঞ্জাবের ভাতিন্ডায় ৷ এর নেপথ্য়ে রয়েছে একটি ভিডিয়ো বার্তা ৷ অসমর্থিত সূত্রের দাবি, ওই ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন খালিস্তানপন্থী শিখ প্রচারক তথা 'ওয়ারিস পাঞ্জাব দি'র প্রধান নেতা অমৃতপাল সিং ! ওই ভিডিয়ো বার্তায় যাঁকে অমৃতপাল বলে দাবি করা হচ্ছে, সেই ব্যক্তি অনুগামীদের উদ্দেশে একটি বিশেষ নির্দেশ দিয়েছেন ৷ তিনি বলেছেন, বৈশাখীর দিনই একটি বিরাট ধর্মীয় সভার আয়োজন করা হবে ৷ সেই সভায় শিখ সম্প্রদায় সম্পর্কে নানা আলোচনা করা হবে ৷ মানুষ যাতে সেই সভায় অনেক বেশি সংখ্য়ায় অংশগ্রহণ করে, তা নিশ্চিত করতে ব্য়াপক প্রচার চালাতে হবে ৷ যদিও এই ভিডিয়োটি সত্যিই অমৃতপালের কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷ তবুও, এই ভিডিয়ো বার্তা প্রকাশ্য়ে আসার পরই কোমর বেঁধেছে পঞ্জাব পুলিশ ৷ ভাতিন্ডা-সহ সারা রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ৷ জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা ৷

পঞ্জাব পুলিশের এডিজি সুরিন্দরপাল সিং পরমার জানিয়েছে, পঞ্জাবের সর্বত্র নিরাপত্তা কঠোর করা হয়েছে ৷ রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে ৷ এডিজি বলেন, "আমরা ব্যাপক ও বিস্তারিত নিরাপত্তার আয়োজন করেছি ৷ আমরা মানুষের সুবিধার জন্য এখানে আছি ৷ আমরা চাই, বৈশাখীর উৎসবে সামিল হতে প্রচুর মানুষ এই রাজ্যে আসুন ৷ এই আঁটোসাটো নিরাপত্তা মানুষকে বার্তা দেবে যে পঞ্জাবে সবকিছু একেবারে স্বাভাবিক রয়েছে ৷ রাজ্যে কোথাও কোনও বিধিনিষেধ জারি করা হয়নি ৷"

এর আগে গত 2 এপ্রিল অমৃতপালকে নিয়ে কানাঘুষো শুরু হয় ৷ সেদিন কয়েকটি সূত্র মারফত দাবি করা হয়েছিল, অমৃতসরের স্বর্ণমন্দিরে এসে আত্মসমর্পণ করতে পারেন অমৃতপাল সিং ৷ যার প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকেও ইতিবাচক বার্তা দেওয়া হয় ৷ ডেপুটি পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) পরমিন্দর সিং বাদল জানান, যদি সত্যিই অমৃতপাল আত্মসমর্পণ করেন, তাহলে তাঁরা তাঁকে সবরকম সহযোগিতা করবেন ৷ আইনত তাঁর যা যা প্রাপ্য, সেই সমস্ত সুবিধা তাঁকে দেওয়া হবে ৷ যদিও এখনও পর্যন্ত অমৃতপালের আত্মসমর্পণের কোনও ঘটনা ঘটেছে বলে জানা যায়নি ৷

আরও পড়ুন:অধরা অমৃতপালের নয়া সিসিটিভি ফুটেজ এল পুলিশের হাতে

পুলিশের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাদের কাছে মানুষের নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ ৷ সামনেই উৎসবের দিন ৷ তার আগে অমৃতসর-সহ রাজ্য়ের সর্বত্র যানচলাচলের উপর বিশেষ নজর রাখা হচ্ছে ৷ এরই মধ্য়ে প্রকাশ্য়ে আসে 'অমৃতপাল সিংয়ের' নতুন ভিডিয়ো বার্তা ৷ যা ঘিরে স্বাভাবিকভাবেই মানুষের মধ্য়ে কৌতূহল বাড়ছে ৷ চ্য়ালেঞ্জ বাড়ছে পুলিশ প্রসাশনের ৷

ABOUT THE AUTHOR

...view details