মুম্বই, 29 জুলাই:নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হল মুম্বইস্থিত ছাবার হাউসের ৷ সম্প্রতি পুণে থেকে মহারাষ্ট্র পুলিশের এটিএসের হাতে ধরা পড়েছে দুই জঙ্গি ৷ মহম্মদ ইমরান মহম্মদ ইয়ুনুস ও মহম্মদ ইয়ুনুস মহম্মদ ইয়াকুব সাকি নামে ধৃত ওই দুই জঙ্গির কাছ থেকে ছাবার হাউসের বেশকিছু গুগল ইমেজ উদ্ধার হয় ৷ তারপরেই এই বাড়িটির নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ উল্লেখ্য, মুম্বইয়ের কোলাবাস্থিত এই ছাবার হাউস 2008 সালের 26/11 এর হামলার সময় জঙ্গিদের অন্যতম নিশানা ছিল ৷
মুম্বই পুলিশ ওই দুই ধৃত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পেরেছে, রাজস্থানেও হামলা চালানোর পরিকল্পনা ছিল এই দুই জঙ্গির ৷ তবে মুম্বইয়ের তাজ হোটেলের কাছে অবস্থিত ছাবার হাউসের ছবি ওই দুই জঙ্গির কাছ থেকে উদ্ধারের বিষয়টিকে হালকাভাবে দেখতে রাজি নয় মুম্বই পুলিশ ৷ তদন্তকারীদের অনুমাণ এই বাড়িটিও জঙ্গিদের নিশানায় থাকতে পারে ৷ সে কারণেই ওই বাড়ি ও সেটির সংলগ্ন এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ সতর্ক করা হয়েছে এসটিএফ'কেও ৷
আরও পড়ুন: 25 বছর পর মুম্বই পুলিশের জালে ছোটা শাকিল গ্যাংয়ের সদস্য়