তিরুবনন্তপুরম, 7 ডিসেম্বর: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) সরকারি বাসভবনে (Kerala CM Residence) আচমকা গুলি চলল ৷ সেখানে কর্তব্যরত নিরাপত্তা অফিসারের সার্ভিস পিস্তল থেকে দুর্ঘটনাবশত গুলি চলে (Security Guard gun goes off accidentally)৷ মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তবে এই ঘটনায় কেউ হতাহত হননি ৷
মিউজিয়াম থানার একজন আধিকারিক জানান, ওই নিরাপত্তা কর্মী যখন তাঁর পিস্তল পরিষ্কার করছিলেন তখনই আচমকা তাঁর আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলে যায় ৷ তিনি জানান, "সকাল 9.15 টায় এই ঘটনা ঘটেছে ৷ তবে এই ঘটনায় কেউ আহত হননি ৷" একটি সূত্র তাঁর নাম উদ্ধৃত করে জানিয়েছেন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সেই সময় ক্লিফ হাউসে উপস্থিত ছিলেন না ৷ তিনি বিধানসভার উদ্দেশে রওনা হওয়ার পরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷