নয়াদিল্লি, 13 ডিসেম্বর: 2001 সালের 13 ডিসেম্বর হামলা হয়েছিল সংসদে ৷ সেই ঘটনার 22 বছর পূর্তি হল আজ, বুধবার ৷ আর সেই দিনই ওই হামলার আতঙ্ক আবার ফিরে এল সংসদে ৷ এবার হামলার চেষ্টা হল একেবারে সংসদের অন্দরে ৷ লোকসভার গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দেন একজন ৷
আর গ্যালারি থেকে হলুদ রংয়ের গ্যাস ছড়ানো হচ্ছিল ৷ কিছুক্ষণের মধ্যে লোকসভার অন্দরে রঙিন গ্যাসে ভরে যায় ৷ দুপুর একটা নাগাদ ওই ঘটনা ঘটে ৷ তখন অধিবেশন চলছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন অনেক সাংসদ ৷ যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় নিজের বক্তব্য পেশ করছিলেন মালদা উত্তরের সাংসদ বিজেপির খগেন মুর্মু ৷
গ্যালারি থেকে লোকসভার অধিবেশন কক্ষে ঝাঁপ দেওয়ার পর এক যুবক হঠাৎই চিৎকার চেঁচামেচি শুরু হয় ৷ দেখা যায়, এক ব্যক্তি সংসদদের বসার জায়গা থেকে পালানোর চেষ্টা করছেন ৷ সঙ্গে সঙ্গে অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷ পরে জানা যায় যে হিন্দিতে স্লোগানও দেওয়া হচ্ছিল ৷ বলা হচ্ছিল - তানাশাহী নেহি চলেগি (একনায়কতন্ত্র চলবে না) ৷
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, "এক ব্যক্তিকে লোকসভার বেঞ্চের উপর লাফিয়ে উঠতে দেখা গিয়েছে যখন জিরো আওয়ার চলছে, তখন অন্য একজনকে পাবলিক গ্যালারি থেকে কিছু টিয়ার গ্যাস ছিটাতে দেখা গিয়েছে ।"
এই ঘটনায় সংসদ ভবনের বাইরে থেকে দু’জনকে আটক করা হয়েছে ৷ ধৃতদের নাম নীলম (42) ও অমল শিন্ডে (25) ৷ তারা সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল ৷ অন্যদিকে বাকি দু’জনকে সংসদ ভবনের ভিতর থেকে ধরা হয় ৷ তাদের পরিচয় এখনও জানা যায়নি ৷
পুলিশ এখনই এই নিয়ে বিস্তারিত কিছু জানাতে নারাজ ৷ তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ৷ কীভাবে এই ঘটনা ঘটল পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনার সংসদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷
কিন্তু সংসদের অন্দরে এভাবে নিরাপত্তা বিঘ্নিত হল কীভাবে ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সাংসদরাও সেই প্রশ্ন তুলতে শুরু করেছে ৷ বিশেষ করে সংসদে হামলার বর্ষপূর্তিতে এই ঘটনা, নতুন বিতর্কের জন্ম দিল ৷ কারণ, সেবার হামলা বাইরে হয়েছিল ৷ এবার একেবারে লোকসভার ভিতরে হল ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, খালিস্তানপন্থী জঙ্গি গুরপবন্ত সিং পান্নুন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে 13 ডিসেম্বর সংসদের নতুন ভবনে হামলা হবে ৷ আর সেই দিনই এই ঘটনা ঘটল ৷ ওই হুমকির সঙ্গে এ দিনের ঘটনার কোনও যোগ রয়েছে, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷
ঘটনার সময় লোকসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম ৷ তিনি জানান, দু’জন লাফিয়ে পড়েন ৷ তাঁদের হাতে হলুদ রংয়ের কোনও গ্য়াস ছিল ৷ তারা স্লোগান দিচ্ছিল ৷ আর অধ্যক্ষের আসনের দিকে যাওয়ার চেষ্টা করছিল ৷
দুপুর 2টোর সময় লোকসভার অধিবেশন বসলে অধ্যক্ষ ওম বিড়লা বলেন, "জিরো আওয়ারে ঘটে যাওয়া ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে । দিল্লি পুলিশকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে । প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে এটি শুধুমাত্র একটি ধোঁয়া ছিল এবং ধোঁয়া সম্পর্কে চিন্তা করার দরকার নেই ।"
আরও পড়ুন:
- আচমকা গুলির শব্দ ! জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের লড়াই, ফিরে দেখা সংসদে জঙ্গি হামলার ভয়াবহ স্মৃতি
- সংসদ ভবনে হামলার চেষ্টার ঘটনায় নিরাপত্তার গাফিলতি দেখছেন শাসক ও বিরোধী সাংসদরা
- শীতকালীন অধিবেশনের মাঝেই সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি পান্নুনের