বিশাখাপত্তনম, 11 জুন:চেন্নাইয়ে বিদ্যুৎ বিভ্রাটের পর বিশাখাপত্তনমে অমিত শাহের সভাকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা আরও আঁটোসাঁটো হল ৷ চেন্নাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় ফাঁক ছিল ৷ শনিবার তামিলনাড়ু সফরে চেন্নাইতে এসে পৌঁছন শাহ । সেখানে তাঁকে স্বাগত জানাতে চেন্নাই বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের নেতা কর্মীরা ৷ কিন্তু অমিত শাহ বিমানবন্দর থেকে বেরোনোর সময়ই সেখানে বিদ্যুৎ চলে যায় ৷ অন্ধকার হয়ে যায় বিমানবন্দর চত্বর এলাকা ৷ তারপরই বিজেপির নেতা-কর্মীরা ঘটনার প্রতিবাদ জানান ৷ তাঁরা অভিযোগ করেন, রাজ্য সরকারের গাফিতলির কারণে এই ঘটনা ঘটেছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় খামতি ছিল ৷
আজ চেন্নাই থেকে অমিত শাহ আসবেন অন্ধ্রপ্রদেশে ৷ বিশাখাপত্তনমে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ রবিবার রাতে রেলের মাঠে সভা রয়েছে তাঁর ৷ এই সভাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ৷ অমিত শাহ এ দিন কেন্দ্রে বিজেপি সরকারের 9 বছর পূর্তি উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন ৷ মনে করা হচ্ছে, সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের 9 বছরের কাজের খতিয়ান তুলে ধরবেন ৷
বিশাখাপত্তনমে শহরের ডিসিপি বিদ্যা সাগর নাইডু জানিয়েছেন, তাঁরা মনে করছেন অমিত শাহের সভায় তিন হাজারের মতো লোক হবে ৷ তাই সভাকে ঘিরে যাতে কোনও বিশৃঙ্খলা না-ছড়ায় তার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ তিনি জানান, এমনকী সভাস্থলে বম্ব স্কোয়ার্ডের আধিকারিকরাও থাকবেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভার বিধিনিষেধের বিষয়ে তিনি বলেন, "ভাইজাগ থেকে আসা লোকজনের জন্য কোনও বিধিনিষেধ থাকছে না । তবে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কনভয় যাওয়ার সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে ।"