পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah's Public Meeting: চেন্নাইয়ে বিদ্যুৎ বিভ্রাট, অমিত শাহের সভাকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা বিশাখাপত্তনমে - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

রবিবার বিশাখাপত্তনমে জনসভা অমিত শাহের ৷ এই সভায় বিজেপি কর্মী সমর্থকদের ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তাই সেখানে যাতে কোনওরকমের বিশৃঙ্খলা না ছড়ায় তাই আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ৷

Union Home Minister Amit Shah
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

By

Published : Jun 11, 2023, 2:14 PM IST

বিশাখাপত্তনম, 11 জুন:চেন্নাইয়ে বিদ্যুৎ বিভ্রাটের পর বিশাখাপত্তনমে অমিত শাহের সভাকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা আরও আঁটোসাঁটো হল ৷ চেন্নাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় ফাঁক ছিল ৷ শনিবার তামিলনাড়ু সফরে চেন্নাইতে এসে পৌঁছন শাহ । সেখানে তাঁকে স্বাগত জানাতে চেন্নাই বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের নেতা কর্মীরা ৷ কিন্তু অমিত শাহ বিমানবন্দর থেকে বেরোনোর সময়ই সেখানে বিদ্যুৎ চলে যায় ৷ অন্ধকার হয়ে যায় বিমানবন্দর চত্বর এলাকা ৷ তারপরই বিজেপির নেতা-কর্মীরা ঘটনার প্রতিবাদ জানান ৷ তাঁরা অভিযোগ করেন, রাজ্য সরকারের গাফিতলির কারণে এই ঘটনা ঘটেছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় খামতি ছিল ৷

আজ চেন্নাই থেকে অমিত শাহ আসবেন অন্ধ্রপ্রদেশে ৷ বিশাখাপত্তনমে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ রবিবার রাতে রেলের মাঠে সভা রয়েছে তাঁর ৷ এই সভাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ৷ অমিত শাহ এ দিন কেন্দ্রে বিজেপি সরকারের 9 বছর পূর্তি উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন ৷ মনে করা হচ্ছে, সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের 9 বছরের কাজের খতিয়ান তুলে ধরবেন ৷

বিশাখাপত্তনমে শহরের ডিসিপি বিদ্যা সাগর নাইডু জানিয়েছেন, তাঁরা মনে করছেন অমিত শাহের সভায় তিন হাজারের মতো লোক হবে ৷ তাই সভাকে ঘিরে যাতে কোনও বিশৃঙ্খলা না-ছড়ায় তার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ তিনি জানান, এমনকী সভাস্থলে বম্ব স্কোয়ার্ডের আধিকারিকরাও থাকবেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভার বিধিনিষেধের বিষয়ে তিনি বলেন, "ভাইজাগ থেকে আসা লোকজনের জন্য কোনও বিধিনিষেধ থাকছে না । তবে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কনভয় যাওয়ার সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে ।"

ডিসিপি বিদ্যা সাগর নাইডু নিজে রবিবার আইএনএস দেগা, বিমানবন্দর, রেলওয়ে মাঠ এবং পোর্ট গেস্ট হাউসের মতো এলাকাগুলি পরিদর্শন করেছেন । রবিবার সন্ধ্যেতে বিএসএফের একটি বিশেষ বিমানে চেন্নাই থেকে বিশাখাপত্তনমে আসছেন অমিত শাহ । সাগরিকা কল্যাণমন্ডপমে তিনি তাঁর দলের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন ।

আরও পড়ুন:দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে কুকি জনজাতির বিক্ষোভ

অন্যদিকে, তামিলনাড়ুর বিজেপির সভাপতি কে আন্নামালাই বলেন, "অমিত শাহ চেন্নাইয়ে এসে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন ৷ যারা তামিলনাড়ুকে গর্বিত করেছে । তারা অরাজনৈতিক মানুষ । তারা আমাদের সরকার সম্পর্কে মতামত দিয়েছেন ৷ তবে এটা খুবই দুঃখজনক ঘটনা যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছেন তখনই বিদ্যুৎ বিপর্যয় ঘটে । ডিএমকে সরকার ক্ষমতায় আসার পর অসময়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে । আমি আশা করি রাজ্য সরকার এটিকে গুরুত্ব সহকারে দেখবে এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার দিকে খেয়াল রাখবে ৷" প্রসঙ্গত, কেন্দ্রে বিজেপি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে 10 থেকে 11 জুনের মধ্যে চারটি রাজ্যে সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

ABOUT THE AUTHOR

...view details