নয়াদিল্লি, 28 অক্টোবর: জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাড়াল। উপত্যকার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের বাড়তি সতর্ক থাকতে নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। গোয়েন্দারা জানতে পেরেছেন ইজরায়েলে যে কায়দায় হামাস আক্রমণ করেছে তা থেকে অনুপ্রাণিত হয়ে কেউ বা কারা কাশ্মীরে আচমকাই আঘাত হানতে পারে। আর তাই আগাম সতর্কতা নিয়ে রাখা হচ্ছে।
এই বিষয়ে জানতে নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ আধিকারিকের সঙ্গে কথা বলেছিল ইটিভি ভারত। তিনি জানিয়েছেন, হামাসের হামলা থেকে অনুপ্রাণিত হয়ে কোনও ব্যক্তি বা কোনও জঙ্গি সংগঠন উপত্যকায় হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে। আর তাই প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। তবে জম্মু ও কাশ্মীরের সর্বত্র নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মোতায়েন করে রাখা আছে বলে যে কোনও জঙ্গি সংগঠনই এই ধরনের আক্রমণ করতে ভয় পাবে বলে অনুমান আধিকারিকের। একইসঙ্গে সেনা জানতে পেরেছে, উপত্যকার বিভিন্ন জায়গায় প্রায় 71 জন প্রশিক্ষিত পাক-জঙ্গি রয়েছে। তাদের উপস্থিতির কথা মাথায় রেখেই নিরাপত্তার প্রশ্নে কোনওরকম গাফিলতি করতে চাইছে না প্রশাসন।