মুম্বই, 5 এপ্রিল: করোনাভাইরাসের সংক্রমণ ক্রমে বৃদ্ধি পাওয়ায় এ বার 144 ধারা জারি করল মুম্বই পুলিশ ৷ 5 এপ্রিল অর্থাত্ আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ৷
ডেপুটি কমিশনার এস চৈতন্যের স্বাক্ষর করা নির্দেশিকায় বলা হয়েছে, কাজের দিনে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত প্রকাশ্য কোনও অবস্থানে পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হচ্ছে ৷ এ ছাড়া বাকি সময়ে অর্থাত্ কাজের দিনে রাত 8টা থেকে সকাল 7টার মধ্যে এবং শুক্রবার রাত 8টা থেকে সোমবার সকাল 7টা পর্যন্ত কোনও ব্যক্তি যথাযথ কারণ ছাড়া প্রকাশ্যে স্থানে যেতে পারবেন না ৷ নির্দেশিকায় বলা হয়েছে, "5 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা বজায় থাকবে ৷ বিশেষ ক্ষেত্রে অনুমতি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জ়োনাল ডেপুটি কমিশনারকে ৷"