নয়াদিল্লি, 8 ডিসেম্বর :প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Military Chopper Crashes) ৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন চিফ অফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ 9 জন সেনা আধিকারিক (Mi-17V-5 Military Transport Helicopter crashes in Tamil Nadu) ৷ তবে এবারই প্রথম নয়, এর আগেও কপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ ৷
ছ'বছর আগে নাগাল্যান্ডের ডিমাপুরে কপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ যদিও Mi-17V-5 নয়, সেবার দুর্ঘটনার কবলে পড়েছিল বায়ুসেনার ‘চিতা’ ৷ ডিমাপুরের রাঙাপাহাড় হেলিপ্যাড থেকে রাওয়াত-সহ আরও দু'জন সেনা আধিকারিককে নিয়ে উড়েছিল চিতা ৷ প্রায় 20 ফুট উচ্চতায় থাকাকালীন ইঞ্জিন বন্ধ হয়ে মাটিতে আছড়ে পড়ে কপ্টারটি ৷ 2015 সালের সেই দুর্ঘটনায় আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি ৷ সেসময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ছিলেন বিপিন রাওয়াত ৷
আরও পড়ুন :About MI-17V-5 Chopper : বায়ুসেনার অন্যতম নির্ভরযোগ্য কপ্টারে ছিলেন রাওয়াত, জেনে নিন তার বিশেষত্ব