নয়াদিল্লি, 16 জুন : বিশেষজ্ঞ কমিটির বৈঠকে ছাড়পত্র পেল ভারতের প্রথম সার্ভাইকাল বা জরায়ুর ক্যানসারের দেশিয় ভ্যাকসিন ৷ এর নির্মাতা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) । 15 জুন বিশেষজ্ঞ কমিটির (Subject Expert Committee) বৈঠকের পর জানানো হয়, এই ভ্যাকসিন 9 থেকে 26 বছর বয়সীদের দেওয়া যাবে ৷ নিয়মিত বাজার অনুমোদনের জন্য এই ভ্যাকসিনকে সুপারিশ করা হয়েছে (SEC recommends First indigenous vaccine for Cervical Cancer) ।
সংবাদসংস্থা সূত্রে খবর, সেরভাভ্যাক (CERVAVAC) নামের এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালে সন্তোষজনক তথ্য পেয়ে তবেই একে ছাড়পত্র দেওয়া হয়েছে । সার্ভাইকাল ক্যানসারের বিরুদ্ধে সুরক্ষার জন্য ভারতের প্রথম 'হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন' (qHPV) তৈরি করেছে কোভিড-19 ভ্যাকসিন নির্মাতা সিরাম ইনস্টিটিউট । বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা 8 জুন ডিসিজিআই-এর (Drugs Controller General of India, DCGI) কাছে একটি আবেদন জমা দেয় ।
তারপর ভ্যাকসিনের ফেজ 2 এবং 3-এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় এবং একে অনুমোদন দেওয়া হয় । এতদিন জরায়ুর ক্যানসারে ভ্যাকসিনের জন্য ভারতকে অন্য দেশ থেকে ওষুধ আমদানি করতে হত । এবার সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই ভ্যাকসিন চিকিৎসা ক্ষেত্রে তো বটেই, দেশের অর্থনৈতিক ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দিতে পারে । ইতিমধ্যে সরকার এই টিকাটি টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত করার কথাও ভেবেছে ।