নয়াদিল্লি, 20 জানুয়ারি : বাড়ির পাশে ওষুধ দোকানেই পাওয়া যেতে পারে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ৷ বুধবার এ বিষয়ে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় ড্রাগ সংস্থার বিশেষজ্ঞ কমিটি (SEC of CDSCO grants regular market approval of Covishield and Covaxin) ৷ বাকি চূড়ান্ত ছাড়পত্র ৷
সরকারি সূত্র অনুযায়ী, সেন্ট্রাল ড্রাগস স্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও-র (Central Drugs Standard Control Organisation, CDSCO) সাবজেক্ট এক্সপার্ট কমিটি, এসইসি (Subject Expert Committee, SEC) কোভিড-19 ভ্যাকসিনের দায়িত্বে রয়েছে ৷ তারা দ্বিতীয়বার এসআইআই এবং ভারত বায়োটেকের আবেদন পর্যালোচনা করেছে ৷ বুধবার এই সংস্থা কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে বাজারে বিক্রি বিষয়ে ছাড়পত্র দিয়েছে ৷ এবার চূড়ান্ত অনুমোদনের জন্য দুই সংস্থার আবেদন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-এর কাছে পাঠানো হবে ৷
আরও পড়ুন : Covishield vaccine as booster dose: ওমিক্রনকে ঠেকাতে কোভিশিল্ডের বুস্টার ডোজ ব্যবহারের অনুমতি চাইল সেরাম ইনস্টিটিউট
পরে সিডিএসসিও একটি টুইটে জানায়, "কোভিশিল্ড আর কোভ্যাক্সিনের ব্যবহার নিয়ন্ত্রিত ছিল ৷ এবার সিডিএসসিও-র এসইসি বা বিশেষজ্ঞ কমিটি এই দু'টি ভ্যাকসিনকে প্রাপ্তবয়স্কদের জন্য এবং নতুন শর্তে আরও বেশি ব্যবহারের অনুমোদন দিচ্ছে ৷ ডিসিজিআই এই অনুমোদন খতিয়ে দেখবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ৷"
সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা এসআইআই এবং ভারত বায়োটেক ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (Drugs Controller General of India, DCGI) কাছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন তাদের কোভিড-19 ভ্যাকসিন খোলা বাজারে আনার জন্য অনুমোদন চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে ৷ 3 জানুয়ারি, 2021 কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ভারতে ইমারজেন্সি ইউজ় অথোরাইজেশন বা ইইউএ-র ছাড়পত্র (Emergency Use Authorisation, EUA) পায় ৷ এই দু'টি ভ্যাকসিন এখনও অবধি শুধুমাত্র জরুরি ভিত্তিতে ব্যবহারযোগ্য ৷
গত বছর 25 অক্টোবর এসআইআই আধিকারক প্রকাশ কুমার সিং ডিসিজিআইয়ের কাছে আবেদন জমা দেয় ৷ ডিসিজিআই পুনের এই সংস্থার কাছ থেকে আরও তথ্য ও নথি চায় ৷ সম্প্রতি সে সবও পাঠিয়েছেন আধিকারিক ৷ কয়েক সপ্তাহ আগে হায়দরাবাদে অবস্থিত ভারত বায়োটেক-এর আধিকারিক ভি কৃষ্ণ মোহন তাদের ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠায় ডিসিজিআই-এর কাছে ৷
এবার অপেক্ষা ডিসিজিআই-এর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা ৷ তারপরেই খোলা বাজারে বিক্রি হবে দেশের প্রথম দু'টি কোভিড-19 ভ্যাকসিন ৷
আরও পড়ুন : COVAXIN is universal vaccine : কোভ্যাকসিন এখন বিশ্বজনীন টিকা, জানাল ভারত বায়োটেক