চণ্ডীগড়, 5 এপ্রিল: এখনও সন্ধান মেলেনি ওয়ারিস পঞ্জাবের প্রধান অমৃতপাল সিংয়ের ৷ তবে দিন দশেক আগে তাঁর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ছিল উত্তরপ্রদেশের পিলভিট ৷ সেই সূত্রেই পঞ্জাব পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স উত্তরপ্রদেশে তল্লাশি শুরু করেছে ৷ বিশেষ করে নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে ৷
তদন্তকারীদের সূত্র থেকে জানা গিয়েছে যে অমৃতপাল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ৷ মাঝে কিছুদিন তিনি পঞ্জাবের বাইরে ছিলেন ৷ আবার তিনি পঞ্জাবে ফিরে এসেছিলেন ৷ তার পর আবার উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকা ও নেপালের বিভিন্ন জায়গায় থাকছেন ৷ তবে দ্রুত ঠিকানা বদল করছেন বলে এখনও তাঁকে ধরা সম্ভব হচ্ছে না ৷ তাই বিএসএফ-কেও সতর্ক করা হয়েছে ৷
এদিকে তদন্তকারীদের সন্দেহ অমৃতপাল পিলভিটের একটি গুরুদোয়ারায় এসে ছিলেন ৷ কারণ, ওই গুরুদোয়ারার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ গত 26 মার্চ থেকে ফুটেজ আছে ৷ কিন্তু তার আগের ফুটেজ পাওয়া যাচ্ছে না ৷ তদন্তকারীদের সন্দেহ, ওই সময় অমৃতপাল সেখানে এসে থাকতে পারেন ৷ পুলিশ জানতে পেরেছে যে সেই সময় ডেরা প্রধানের নামে নথিভুক্ত একটি গাড়ি রাখা ছিল ওই গুরুদোয়ারার সামনে ৷ পুলিশের ধারণা, ওই গাড়িতেই অমৃতপাল এসেছিলেন ৷