নয়াদিল্লি, 6 জানুয়ারি: এখনও অধরা এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করে দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি (Air India Flight Nuisance) ৷ বৃহস্পতিবারই ওই ব্যক্তির সন্ধানে মুম্বই রওনা দিয়েছিল দিল্লি পুলিশের (Delhi Police) দল ৷ শুক্রবার অবশ্য জানা গিয়েছে যে তিনি সম্ভবত বেঙ্গালুরুতে রয়েছেন ৷ তাই দ্রুত তাঁর সন্ধান পেতে লুক আউট সার্কুলার জারি করেছে পুলিশ ৷
একই সঙ্গে অভিযুক্তের পরিচয়ও সামনে এসেছে ৷ জানা গিয়েছে, তাঁর নাম শঙ্কর মিশ্র । তিনি মুম্বইয়ের বাসিন্দা ৷ তিনি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি আমেরিকান বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থার ইন্ডিয়া চ্যাপ্টারের ভাইস-প্রেসিডেন্ট ৷ তাঁর মুম্বইয়ের বাড়ি এখন তালাবন্ধ অবস্থায় রয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 26 নভেম্বর নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী বিমানে ঘটনাটি ঘটে ৷ নির্যাতিতা এই নিয়ে টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন ৷ সেই অভিযোগে, বিমানের কর্মীদেরও কর্তব্যে গাফিলতির বিষয়টি ছিল ৷ সেই কারণে তদন্তে সংশ্লিষ্ট বিমানের 6 থেকে 8 জন কর্মীকে জিজ্ঞাসাবাদের তলব করেছে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ (IGI Airport Police) ৷
ঘটনাটি 26 নভেম্বরের হলেও গত ডিসেম্বরের শেষে ওই থানায় অভিযোগ দায়ের করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ আইজিআই বিমানবন্দর থানাতেই অভিযোগ দায়ের হয় ৷ এই নিয়ে অবশ্য তাঁদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷ ডিজিসিএ-ও তাদের নোটিশ পাঠিয়েছে ৷ বিমানের কর্মীদের ভূমিকা নিয়ে ডিজিসিএ (DGCA) ইতিমধ্যে প্রশ্ন তুলেছে ৷ ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার তরফে ডিজিসিএ-কে উত্তরও দেওয়া হয়েছে ৷