পটনা, 25 ডিসেম্বর:বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন বিহারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী তেজ প্রতাপ যাদব ৷ অপর একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে (Tej Pratap Yadav Car in Accident) ৷ তিনি গভীর রাতে আইজিআইএমএসে এসেছিলেন কিছু কাজে । সেইসময় এই ঘটনাটি ঘটে ৷
জানা গিয়েছে, মন্ত্রী তেজ প্রতাপের সরকারি গাড়িটি হাসপাতালের জরুরি ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে ছিল । মন্ত্রীর গাড়ি ইমার্জেন্সি ওয়ার্ড থেকে বেরিয়ে যাচ্ছিল ততক্ষণে আরেকটি গাড়ি তার সামনে এসে থামে । সেই সময় তেজ প্রতাপের দেহরক্ষীরা গাড়ির চালককে পিছিয়ে যেতে বলেন । একথা শুনে চালক গাড়িটি পিছিয়ে না নিয়ে সামনে থাকা মন্ত্রীর গাড়িতে এসে ধাক্কা মারে । অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে খবর ৷ ঘটনাটি ঘটেছে শাস্ত্রীনগর থানা এলাকায় (Tej Pratap Yadav Car Collided) ।
মন্ত্রীর গাড়িতে ধাক্কা লাগার পর আশেপাশের লোকজন সেখানে জড়ো হয় ৷ ঘাতক গাড়ির চালক ও তাতে থাকা আরেক ব্যক্তিকে ধরে ফেলে তারা । তারপর দু'জনকেই বেধড়ক মারধর করা হয় । পরে অভিযুক্ত চালক ও অপর একজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । থানায় ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করার পর পুলিশ নিশ্চিত হয় চালক মদ্যপ অবস্থায় ছিলেন (Scorpio hit Tej Pratap Yadav car) ।