গোয়া, 5 মে: শুক্রবার গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের আটটি সদস্য দেশের বিদেশমন্ত্রীদের বৈঠকে সবার নজর কাড়ল ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সৌজন্য বিনিময়ের কায়দা ৷ করমর্দন নয়, পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং চিনা বিদেশমন্ত্রী মিন কিন গ্যাং-সহ সমস্ত প্রতিনিধিদের 'নমস্তে' বলে স্বাগত জানালেন জয়শংকর ৷ একই রকম অভিবাদন তাঁকে ফিরিয়ে দিয়েছেন কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের বিদেশমন্ত্রীরা ৷
বিলাওয়াল ভুট্টো জারদারির ভারত সফর নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা চলছে ৷ প্রায় 12 বছরের মধ্যে তিনিই পাকিস্তান থেকে ভারত সফরকারী প্রথম বিদেশমন্ত্রী ৷ বিলাওয়ালকে জয়শংকরের শুভেচ্ছা জানানোর ভিডিয়োটি টুইটারে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে ৷ সীমান্তপারের সন্ত্রাসে পাক যোগ নিয়ে যে কঠিন পরিস্থিতি রয়েছে, তাতে এই ভিডিয়ো কিছুটা উষ্ণতা ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে ৷
টুইটার ব্যবহারকারীরা জয়শংকরের 'নমস্তে' কূটনীতিকে স্বাগত জানিয়েছেন ৷ এভাবেই করমর্দনের স্বাভাবিক প্রক্রিয়া থেকে বিরত থাকেন তিনি ৷ বৃহস্পতিবার উপকূলীয় রাজ্যে আগমনের পর বিলাওয়াল বলেছিলেন যে, তিনি বন্ধুত্বপূর্ণ দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য উন্মুখ । পাকিস্তানের মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান ভারতীয় কূটনীতিক জেপি সিং (যুগ্ম সচিব, পাকিস্তান-আফগানিস্তান-ইরান ডেস্ক) । জয়শংকরের আমন্ত্রণে এসসিও কনক্লেভে যোগ দিচ্ছেন পাকিস্তানের এই রাজনীতিবিদ ।