নয়াদিল্লি, 6 মে : ‘‘বিজ্ঞান মিথ্যে বলে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন ৷’’ ভারতে করোনায় মৃত্যুর পরিসংখ্যান নিয়ে বিশ্ব স্বাস্থ্যসংস্থার পেশ করা রিপোর্ট নিয়ে নরেন্দ্র মোদিকে এভাবেই বিঁধলেন রাহুল গান্ধি (Science Doesn't Lie Modi Does Rahul Gandhi Over WHO's Covid Death Numbers) ৷ প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্যসংস্থার তরফে প্রকাশ করা রিপোর্টে বলা হয়েছে, 2020 ও 2021 সালে ভারতে করোনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 47 লক্ষ মৃত্যু হয়েছে ৷ কিন্তু, ভারত সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, 4.8 লক্ষ মানুষ করোনায় মারা গিয়েছেন ৷
হু’র এই পরিসংখ্যান সামনে আসতেই, ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধি ৷ যেখানে প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে দুষেছেন রাহুল ৷ করোনায় মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা করতে হবে বলে একটি টুইট করেন রাহুল ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘করোনা অতিমারিতে 47 লক্ষ ভারতীয় মারা গিয়েছেন ৷ সরকারের দাবি অনুযায়ী 4.8 লক্ষ নয় ৷ বিজ্ঞান মিথ্যে বলে না, মোদি বলে ৷ প্রত্যেক পরিবারকে সম্মান করুন, যাঁরা তাঁদের কাছের মানুষগুলোকে হারিয়েছেন ৷ বাধ্যতামূলক 4 লক্ষ টাকা সাহায্য করে তাঁদের পাশে দাঁড়ান ৷’’