আসানসোল, 22 নভেম্বর : কোভিড সংক্রমণ কমায় 16 নভেম্বর থেকে খুলেছে রাজ্যের স্কুল (schools reopening) । প্রাথমিকভাবে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত শুরু হয়েছে ক্লাস ৷ বিভিন্ন স্কুলে উপস্থিতির হারও বাড়ছে ধীরে ধীরে । কিন্তু স্কুল খুললেও অন্য আরেক সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় । পাওয়া যাচ্ছে না পুলকার (Pool Car Crisis) । গত দু'বছর স্কুল বন্ধ থাকায় পুলকার মালিকেরা অনেকেই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় ঝুঁকেছেন । পরিসংখ্যান বলছে প্রায় 60 শতাংশ পুলকার বাজারে অমিল ।
গত প্রায় দুবছর ধরে স্কুল বন্ধ থাকায় তার ব্যাপক প্রভাব পড়েছিল পুলকার ব্যবসায় । যারা ব্যাঙ্ক ঋণ দিয়ে গাড়ি কিনেছিলেন, তাঁরা পড়েছিলেন ফাঁপড়ে । দু'বছর ধরে কোনও রোজগার না থাকায় ঋণ শোধ করতে পারেননি অনেকেই । ফলে ফাইনান্স কোম্পানি গাড়ি নিয়ে চলে গিয়েছে । অনেকেই আবার গাড়ি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন ৷ কেউ কেউ আবার পুরোনো গাড়ি স্ক্র্যাপ রেটে বিক্রি করে দিয়েছেন।
আসানসোল পুলকার সমিতির সভাপতি হেমন্ত মন্ডল বলেন, ‘‘গত দু'বছর আমাদের সঙ্গে অভিভাবকরা কোনও যোগাযোগ রাখেনি । আমাদের পাশেও দাঁড়ায়নি । বাধ্য হয়ে পুলকার ব্যবসা থেকে ছেড়ে চলে এসেছেন অনেকে । ফলে এখন কোনও স্কুলেই একটি-দুটির বেশি পুলকার দেখতে পাবেন না ৷’’
আরও পড়ুন :Municipal Election : পৌর নির্বাচন নিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
এই ঘটনায় সমস্যায় পড়েছেন অভিভাবকরাও । তাঁরা অনেকেই নিজেদের গাড়ি করে ছাত্র-ছাত্রীদের স্কুলে ছাড়তে আসছেন । যদিও বিশেষ কিছু স্কুল কর্তৃপক্ষ দাবি করছেন, পুলকার না-চলায় তাদের ছাত্র-ছাত্রীদের কোনও অসুবিধা হবে না । কারণ, তাদের নিজস্ব স্কুলবাস আছে । আবার ছাত্র-ছাত্রীদের বক্তব্য, যারা শহর ছাড়িয়ে একটু দূর থেকে আসে, পুলকার বন্ধ হওয়ায় তাদের সত্যিই সমস্যা বাড়ছে । পুলকার মালিকরা জানাচ্ছেন, স্কুল আবার যদি ওয়ান থেকে সম্পুর্নভাবে খুলে যায় তাহলে আগামিদিনে আবার অনেকেই ফিরে আসবেন পুলকার ব্যবসায়।