শাহদোল(মধ্যপ্রদেশ), 17 ডিসেম্বর: মধ্যপ্রদেশের শাহদোল জেলার বিল্টিকুরি এলাকার ঝিংকাবিজুরি গভর্নমেন্ট হাইস্কুল সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে ৷ গত কয়েকদিন ধরে অদ্ভুৎ ঘটনা ঘটছে এই স্কুলে ৷ স্কুলে আসার পরেই ছাত্রীরা মাটিতে আছড়ে পড়ে কাঁদতে ও চিৎকার করতে শুরু করে ৷ ঘটনার কোনও কূল-কিনারা করতে পারছে না স্কুল কর্তৃপক্ষ ৷ কেন ছাত্রীরা এরকম করছে ! অবাক শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকরাও (school students in MP village start dancing as soon as enter in school) ৷
নবম ও দশম শ্রেণির ছাত্রীদের মধ্যে এই অস্বাভাবিকতা দেখা গিয়েছে ৷ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতেও নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীদের ৷ কিন্তু পরীক্ষাতে পড়ুয়াদের কোনও অসুস্থতা ধরা পড়েনি ৷ গ্রামের কারও কারও আশঙ্কা হয়তো ভূতে ধরেছে তাদের ৷ কুসংস্কারের বসে কয়েকজন ছাত্রীকে ঝাড়ফুক করাতেও নিয়ে যাওয়া হয় ওঝার কাছে (fear of ghost in school) ৷ কয়েকজন ছাত্রীর পরিবারের আবার দাবি ঝাড়ফুক করার পর স্বাভাবিক হয়েছে ওই পড়ুয়ারা ৷