পালঘর (মহারাষ্ট্র), 28 জুন:মহারাষ্ট্রে হঠাৎই আগুন লেগে গেল একটি স্কুলবাসে ৷ তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বাসে থাকা 5 শিশু ৷ তারা কোনওক্রমে বাস থেকে নামতে সমর্থ হওয়ায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটতে পারেনি ৷ পরে দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে ৷
বুধবার ভোরে মহারাষ্ট্রের পালঘরে ওই স্কুলবাসে আচমকা আগুন ধরে যায় ৷ সেই সময় বাসটিতে ছিল পাঁচ পড়ুয়া ৷ দমকলের কর্তারা জানিয়েছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই শিশুরা ৷ তবে তারা সবাই খুবই আতঙ্কগ্রস্ত ৷ বুধবার সকাল 6.45-এ ভিরার এলাকার একটি কলেজের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান বলিঞ্জ দমকল অফিসের কর্মী তেজস পাতিল ৷
তিনি বলেন, বাসটি পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে স্কুলে যাওয়ার পথে হঠাৎ সেই বাসে আগুন ধরে যায় ৷ সেই সময় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে শিশুরা ৷ তবে বাসের চালক ও কন্ডাক্টর দ্রুত শিশুগুলিকে বাস থেকে বের করতে তৎপর হন ৷ তাঁদের চেষ্টাতেই নিরাপদে বাস থেকে নামানো হয় পাঁচ শিশুকে ৷ জানা গিয়েছে, তারা প্রত্যেকেই সুস্থ আছে ৷