নয়াদিল্লি, 21 জানুয়ারি : মৃত্যুর সময় কোনও উইল করা না থাকলেও বাবার সম্পত্তির ভাগ পাবে তাঁর মেয়ে, বৃহস্পতিবার একটি রায়ে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ দেশে সম্পত্তিতে মহিলার অধিকার সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের রায়কে খারিজ করে এই রায় ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court Verdict, daughter of Male Hindu dying intestate would inherit the property) ৷
বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি কৃষ্ণ মুরারির (Justices S Abdul Nazeer and Krishna Murari) বেঞ্চ বৃহস্পতিবার তাঁদের রায়ে বলেন, "কোনও হিন্দু পুরুষ মৃত্যুকালে উইল করে না গেলে, তাঁর নিজের সম্পত্তি বা পরিবার সূত্রে পাওয়া সম্পত্তি একই ভাবে সব উত্তরসূরিরা পাবেন, শুধুমাত্র যাঁরা বেঁচে আছেন তাঁরাই নয় ৷ এমন একজন হিন্দু পুরুষের মেয়ে তাঁর অন্য ভাই বা বোনেদের মতোই সম্পত্তি পাওয়ার যোগ্য ৷"