পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Same Sex Marriage: সমলিঙ্গ বিবাহে আইনি স্বীকৃতির দাবি, মঙ্গলে রায় ঘোষণা সুপ্রিম কোর্টের - Same Sex Marriage

SC on Same Sex Marriage: এদেশে সমকামী যুগলদের মধ্যে বিয়েতে কি মিলবে আইন স্বীকৃতি ? মঙ্গলবার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 10:31 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর:ফুটবে কি রামধনু রং ? বিয়ের আইনি অধিকার কি পাবেন এদেশের সমকামী যুগলরা ? এই প্রশ্নগুলির উত্তর মিলবে মঙ্গলবার ৷ ভারতে সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতির দাবিতে দায়ের হওয়া মামলাগুলির আগামীকাল রায়দান করতে চলেছে সুপ্রিম কোর্ট ৷ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করবে ৷ ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও এই বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন এসকে কৌল, এস রবীন্দ্র ভাট, হিমা কোহলি এবং পিএস নরসিমা ৷ এর আগে মে মাসে টানা 10 দিন এই বিষয়ে শুনানি হয় সুপ্রিম কোর্টে ৷ 11 মে শীর্ষ আদালত জানিয়েছিল, আদালত এই বিষয়ে রায়দান স্থগিত রাখছে ৷ অবশেষে মঙ্গলবার এই বিষয়ে রায় ঘোষণা হতে চলেছে ৷

উল্লেখ্য, 2018 সালের 6 সেপ্টেম্বর এক ঐতিহাসিক রায়ে ভারতীয় দণ্ডবিধির 377 ধারাকে খারিজ করে ভারতে সমকামী সম্পর্ককে বৈধতা দেয় সুপ্রিম কোর্ট ৷ সেই রায়ের পর বর্তমানে এই দেশে সমকামী সম্পর্ক বৈধ হলেও, সমপ্রেমী যুগলদের মধ্যে বিবাহের আইনি স্বীকৃতি এখনও মেলেনি ৷ এই আইনি স্বীকৃতির দাবিতে একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে ৷ সেই আবেদনগুলি একত্রে শুনানি হয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চে ৷ এবার তারই রায় ঘোষণার অপেক্ষা ৷ দেশের হাজার হাজার সমকামী বর্তমানে তাকিয়ে রয়েছেন 'সুপ্রিম' এই রায়ের দিকে ৷

এই মামলার শুনানিতে আবেদনকারীদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন দেশের নামজাদা আইনজীবীরা ৷ তালিকায় রয়েছেন মুকুল রোহতগি, নীরজ কিষণ কৌল, এএম সিংভি, মেনকা গুরুস্বামী, আনন্দ গ্রোভার, সৌরভ কৃপালের মতো আইনজীবীরা ৷ 20 জন আবেদনকারীদের হয়ে সওয়াল করেছেন এই আইনজীবীরা ৷ মামলার শুনানিতে সমকামী বিবাহের আইনি স্বীকৃতির পক্ষে সওয়াল করে এই আইনজীবীরা জানিয়েছেন, যদি এই বৈবাহিক সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়া না হয় তবে, সংবিধান দেশের সকল নাগরিককে যে সমানাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে তাকে অমান্য করা হবে ৷

আরও পড়ুন:সমকামী বিবাহে ঘোর আপত্তি কেন্দ্রের, শীর্ষ আদালতে পেশ হলফনামা

অন্যদিকে, কেন্দ্রের তরফে এই আবেদনের বিরোধিতা করা হয়েছে ৷ শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে, এই বিয়েকে আইনি স্বীকৃতি দিলে দেশে যে 'পার্সোনাল ল্য' বলবত রয়েছে তা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে ৷ বিষয়টি আইনসভা বা সংসদের উপর ছেড়ে দেওয়ার পক্ষেও সওয়াল করেছে কেন্দ্র ৷ রাজস্থান, অন্ধ্রপ্রদেশ ও অসম সরকার যে এই আবেদনের বিরোধিতা করছে তাও কেন্দ্রের তরফে আদালতে জানান হয়েছে ৷ অন্যদিকে, আবেদনকারীদের তরফে বলা হয়েছে প্রয়োজনে 1954 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের পুনর্মূল্যায়ণ করে সমকামী বিবাহকে স্বীকৃতি দেওয়া হোক ৷ সমকামী যুগলরা যাতে সামাজিক সুরক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধা পান সেই আবেদনও সুপ্রিম কোর্টে করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details