দিল্লি, 14 ডিসেম্বর : কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষকদের বিক্ষোভ জারি রয়েছে । এর জেরে রাস্তা অবরোধ হচ্ছে । ফলে, সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা । এই অভিযোগ তুলে আইনের এক ছাত্র দিল্লি সীমান্ত থেকে কৃষকদের সরানোর আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে । আগামী বৃহস্পতিবার সেই মামলা শুনবে শীর্ষ আদালত ।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, এস এ বোবদে, এ এস বোপান্না, ভি রামাসুব্রমনিয়ন-এই তিন বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে । ঋষভ শর্মা নামে আইনের এক ছাত্র কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন । তাঁর দাবি ছিল, কৃষকদের বিক্ষোভের জেরে নিত্যযাত্রীদের সমস্যা হচ্ছে । শুধু তাই নয়, সমাবেশের কারণে কোরোনা সংক্রমণ আরও বাড়তে পারে । তাই দ্রুত কৃষকদের সরানোর আবেদন জানান তিনি ।