পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিধানসভা নির্বাচন, কুম্ভ মেলায় ছড়িয়েছে করোনা সংক্রমণ, জনস্বার্থ মামলার শুনানি আজ

দেশের চারটি রাজ্য আর একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধাসভা নির্বাচন চলাকালাীন জনসভা করেছে বিভিন্ন রাজনৈতিক দল, কুম্ভমেলাও লোক টানতে বিজ্ঞাপন দিয়েছে উত্তরাখণ্ড সরকার ৷ এর ফলে দেশে দ্রুত হারে বেড়েছে করোনা সংক্রমণ ৷ এই নিয়ে মামলা করেছেন অ্যাডভোকেট সঞ্জয় কুমার পাঠক ৷ আজ শুনানি শুনবেন ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বিচারপতির বেঞ্চ ৷

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

By

Published : May 10, 2021, 8:11 AM IST

নিউ দিল্লি, 10 মে : দেশের বিভিন্ন রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন চলাকালীন আর কুম্ভমেলাতেও কোনো কোভিড-বিধি মেনে চলা হয়নি ৷ এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী সঞ্জয় কুমার পাঠক ৷

নয়ডার এই আইনজীবীর দায়ের করা মামলাটির আজ শুনানি শুনবেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূ়ড়, নাগেশ্বর রাও, রবীন্দ্র ভাট-এর গঠিত বেঞ্চ ৷

তাঁর দাবি কেন্দ্রীয় সরকার ও উত্তরাখণ্ড সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাঁরা করোনা সংক্রমণের ভয়াবহ ফলাফল জেনেও হরিদ্বারের কুম্ভে মানুষকে আসতে বিজ্ঞাপন দিয়ে উৎসাহ দিয়েছেন ৷

আরো পড়ুন:17 মে পর্যন্ত বাড়ানো হল হরিয়ানার লকডাউন

কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু, অসম আর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলাকালীন ভারতের নির্বাচন কমিশনও কোনো নির্দেশিকা দেয়নি রাজ্য সরকারগুলিকে, যেখানে একটার পর একটা জনসভায় ভিড় জমার ফলে করোনা সংক্রমণ ছড়িয়েছে দ্রুত ৷

তাঁর মামলায় উল্লেখ করা হয়েছে 16 এপ্রিল, 2021-এ দেশে কোভিড সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে দু'লক্ষ, ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য পরিকাঠামো ৷

রবিবার সকালে নতুন সংক্রমণের সংখ্যা ছিল 3,66,902 টি ৷ বিগত পাঁচ দিন ধরে চার লক্ষ চলার পর এই প্রথম সামান্য কমল সংক্রমণের সংখ্যা ৷ মারা গিয়েছেন 3,751 জন ৷

দেশে রাস্তায় থাকা গরিব মানুষদের অনেক সময়ই কোভিড বিধি মানা নিয়ে হয়রান করে পুলিশ ৷ অন্যদিকে দেশের সরকারই এ বিষয়ে উদাসীন ৷ তাই কঠিন হস্তক্ষেপ চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ আইনজীবী ৷

ABOUT THE AUTHOR

...view details