নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর : 20 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি ৷ কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এই আবেদন করেছিল ৷ যেখানে ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ রাজ্য সরকারের অভিযোগ, কলকাতা হাইকোর্ট তাদের কোন বক্তব্যই শোনেনি ৷ এমনকি জাতীয় মানবাধিকার কমিশনের যে প্রতিনিধিদল ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট পেশ করেছিল ৷ সেই দলে বিজেপির সঙ্গে যুক্ত ব্যক্তিকে কমিটির সদস্য হিসেবে পাঠানো হয়েছিল বলে আজ সুপ্রিম কোর্টে সওয়াল করেন রাজ্যের আইনজীবী কপিল সিবল ৷
এ দিন বিচারপতি বিনীত সারান এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে ৷ যেখানে রাজ্যের আইনজীবী কপিল সিবল রাজ্যে নিয়োগ করা জাতীয় মানবাধিকার কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ তিনি প্রশ্ন করেন, আপনারা ভাবতে পারেন এই লোকগুলিকে (বিজেপির সঙ্গে যোগ থাকার অভিযোগ) নিয়োগ করা হয়েছিল তথ্য সংগ্রহের জন্য ৷ এটা কি বিজেপি তদন্ত কমিটি মহামান্য আদালত ? পাশাপাশি ধর্ষণ এবং খুনের জন্য সিবিআই তদন্ত এবং অন্যান্য ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে ৷ যা সম্পূর্ণভাবে বিচারের প্রক্রিয়াকে ভাগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সিবল ৷
আরও পড়ুন : Abhishek Banerjee : ভয় পেয়েই ত্রিপুরায় অভিষেকের পদযাত্রা রুখতে মরিয়া বিজেপি, তোপ কুণালের