নয়াদিল্লি, 3 জানুয়ারি: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আবেদনের প্রেক্ষিতে লোকসভার সচিবালয়কে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট । অসদাচরণ এবং লগ-ইন পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে এথিক্স কমিটির সুপারিশে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে । লোকসভার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন মহুয়া । আর সেই মামলার প্রেক্ষিতেই লোকসভা সচিবালয়ের মহাসচিবকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রথম উত্তরদাতা (মহাসচিব, লোকসভা সচিবালয়)-কে আগামী দুই সপ্তাহের মধ্যে উত্তর দাখিল করতে হবে আদালতে । পাশাপাশি আগামী 11 মার্চ মামলার পরবর্তি শুনানির জন্য নির্ধারিত হয়েছে বলে জানা গিয়েছে। মহুয়া মৈত্রের আইনজীবী অভিষেকমনু সিংভি, তাঁর মক্কেলের আবেদনের অন্তর্বর্তীকালীন শুনানির অনুমতি দেওয়ার জন্য বেঞ্চকে অনুরোধ করেছিলেন । তিনি সওয়ালে বলেন, "আমাকে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে ।" যদিও বিচারপতি খান্না বলেন, "না, না । যখন তালিকাভুক্ত হবে মামলাটি তখন তা আমরা তুলে নেব।"
ডিভিশন বেঞ্চ তার নির্দেশে উল্লেখ করেছে, বেশ কয়েকটি বিষয় উত্থাপিত হয়েছে । তবে মামলার এই পর্যায়ে কোনও বিষয়ে মন্তব্য করতে চাইছে না বেঞ্চ। বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, “এই আদালতের এখতিয়ার এবং বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাও একটি সমস্যা।” শুনানির সময়, তুষার মেহতা বেঞ্চকে এই বিষয়ে নোটিশ জারি না করার আবেদন করেন। বিচারপতি খান্না অবশ্য স্পষ্ট করে জানিয়েছেন, আদালত শুধুমাত্র প্রথম উত্তরদাতাকেই নোটিশ জারি করছে। অন্যদিকে, অভিষেকমনু সিংভি যুক্তি দিয়ে জানান, অন্য পক্ষ ঘুষদাতাকে তলব করা হয়নি । এথিক্স কমিটির অনুসন্ধানগুলি পরস্পরবিরোধী বলেও জানান সিংভি। তিনি দাবি করেন, অভিযোগকারী একাধিক সত্যটি চাপা দিয়েছিলেন ।