নয়াদিল্লি, 18 জুলাই: গুজরাত আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, 21 জুলাই সেই মামলার শুনানি হবে ৷ গত 7 জুলাই রাহুলের বিরুদ্ধে মোদি পদবি সংক্রান্ত ফৌজদারি মানহানির মামলায় নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছিল গুজরাত হাইকোর্ট ৷ এরপর প্রাক্তন কংগ্রেস সাংসদ সর্বোচ্চ আদালতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানান ৷
আজ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমহা, বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চ এই মামলার শুনানি শুনতে রাজি হয়েছে ৷ রাহুল গান্ধির পক্ষে আদালতে আবেদন জানান প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ৷ তিনি 21 জুলাই অথবা 24 জুলাই শুনানির আবেদন জানিয়েছিলেন ৷ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ 21 জুলাই শুনানির দিন ধার্য করেছে ৷ গুজরাত হাইকোর্টে ধাক্কা খেয়ে রাহুল 15 জুলাই সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷