পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi Defamation Case: ফিরবে সাংসদ পদ ? সুপ্রিম কোর্টে রাহুল-শুনানি 21 জুলাই

7 জুলাই গুজরাত হাইকোর্ট সুরাতের নিম্ন আদালতের রায় বহাল রেখেছিল ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান রাহুল গান্ধি ৷ সেই মামলা শুনতে রাজি হয়েছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ৷

ETV Bharat
সুপ্রিম কোর্ট

By

Published : Jul 18, 2023, 11:56 AM IST

Updated : Jul 18, 2023, 2:34 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই: গুজরাত আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, 21 জুলাই সেই মামলার শুনানি হবে ৷ গত 7 জুলাই রাহুলের বিরুদ্ধে মোদি পদবি সংক্রান্ত ফৌজদারি মানহানির মামলায় নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছিল গুজরাত হাইকোর্ট ৷ এরপর প্রাক্তন কংগ্রেস সাংসদ সর্বোচ্চ আদালতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানান ৷

আজ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমহা, বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চ এই মামলার শুনানি শুনতে রাজি হয়েছে ৷ রাহুল গান্ধির পক্ষে আদালতে আবেদন জানান প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ৷ তিনি 21 জুলাই অথবা 24 জুলাই শুনানির আবেদন জানিয়েছিলেন ৷ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ 21 জুলাই শুনানির দিন ধার্য করেছে ৷ গুজরাত হাইকোর্টে ধাক্কা খেয়ে রাহুল 15 জুলাই সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷

উল্লেখ্য, 2019 সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী জনসভায় রাহুল বলেন, "সব চোরদের নামের পদবি মোদি কেন ?" এই মন্তব্যে বিতর্ক তৈরি হয় ৷ গুজরাতের বিজেপি বিধায়ক তথা মন্ত্রী পূর্ণেশ মোদি রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সুরাতের নিম্ন আদালতে ৷

আরও পড়ুন: 'মোদি-পদবি অবমাননা' মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধি

এবছর ব্রিটেন সফরে গিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ দেশে ফেরার পর তাঁর এই বিদেশযাত্রা নিয়ে উত্তাল হয়ে ওঠে সাংসদ ৷ তারপরই 22 মার্চ সুরাতের নিম্ন আদালত তাঁকে দু'বছরের কারাবাসের সাজা দেয় ৷ আর তিনি আগামী 6 বছর কোনও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে নির্দেশ দেয় ৷ এর 24 ঘণ্টার মধ্যে 23 মার্চ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রাহুল গান্ধি সাংসদ পদ বরখাস্ত করেন ৷

Last Updated : Jul 18, 2023, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details