পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য নিয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট - করোনায় মৃত

এই নিয়ে দু’টি আলাদা আবেদন হয় শীর্ষ আদালতে ৷ সেই নিয়ে সোমবার শুনানি হয় বিচারপতি অশোক ভূষণ ও এম আর শাহের অবকাশকালীন বেঞ্চে ৷

করোনায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য নিয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট
করোনায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য নিয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

By

Published : May 24, 2021, 2:11 PM IST

নয়াদিল্লি, 24 মে : করোনায় আক্রান্ত হয়ে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারগুলিকে কি 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে ? এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট ৷ সোমবার কেন্দ্রের মতামত জানতে চাওয়া হয়েছে ৷

এই নিয়ে দু’টি আলাদা আবেদন হয় শীর্ষ আদালতে ৷ সেই নিয়ে সোমবার শুনানি হয় বিচারপতি অশোক ভূষণ ও এম আর শাহের অবকাশকালীন বেঞ্চে ৷ সেই শুনানিতেই কেন্দ্রের উত্তর চাওয়া হয়েছে ৷ পাশাপাশি আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী এক ভাবে সর্বত্র ডেথ সার্টিফিকেট দেওয়া উচিত মনে করে সুপ্রিম কোর্ট ৷

উল্লেখ্য, 2005 সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে আর্থিক সাহায্যের জন্য করোনায় আক্রান্ত হয়ে মৃতের পরিবার আবেদন করতে পারে ৷ কিন্তু তার জন্য ডেথ সার্টিফিকিটকে সরলীকরণ করতে হবে ৷ সেটা কীভাবে হবে, এই বিষয়টিই কেন্দ্রের কাছ থেকে জানতে চায় আদালত ৷

আরও পড়ুন :12 দিনে মৃত 50 হাজার, মোট মৃত্যু ছাড়াল 3 লাখ

সেই কারণে আদালতের তরফে কেন্দ্রীয় সরকারকে বিপর্যয় মোকাবিলা আইনের সেকশন 12 (3) অনুযায়ী সমস্ত স্কিম, আইসিএমআর এর গাইডলাইন অথবা কোরনায় মৃতদের ডেথ সার্টিফিকেট দেওয়া সংক্রান্ত কোনও নীতি আছে কি না, তা কেন্দ্রীয় সরকারকে জানাতে বলা হয়েছে ৷ 11 জুন এই নিয়ে হলফনামা কেন্দ্রের কাছে চেয়েছে সুপ্রিম কোর্ট ৷

ABOUT THE AUTHOR

...view details