পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অ্য়াপিলেট ট্রাইবিউনালের নিয়োগ নিয়ে কেন্দ্রের জবাব তলব শীর্ষ আদালতের - অর্থমন্ত্রক

অ্য়াপিলেট ট্রাইবিউনালের ফাঁকা পদগুলি পূরণের দাবিতে মামলা চলছে সুপ্রিম কোর্টে৷ প্রয়োজনে আদালতকে নিয়োগের নির্দেশ দেওয়ার আর্জি মামলাকারীর৷ এ বিষয়ে কেন্দ্রের অবস্থান কী? তা জানতে চেয়ে অর্থমন্ত্রককে নোটিশ শীর্ষ আদালতের৷

SC seeks Centre's reply on plea for filling vacancies in tribunal on money laundering
অ্য়াপিলেট ট্রাইবিউনালের নিয়োগ নিয়ে কেন্দ্রের জবাব তলব শীর্ষ আদালতের

By

Published : Jan 29, 2021, 7:41 PM IST

দিল্লি, 29 জানুয়ারি:আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত অ্য়াপিলেট ট্রাইবিউনালের ফাঁকা পদগুলি পূরণের ক্ষেত্রের কেন্দ্রের অবস্থান কী? শুক্রবার তা জানতে চাইল শীর্ষ আদালত৷ ট্রাইবিউনালের চেয়ারপার্সন, সদস্য় ও কর্মী-সহ ফাঁকা থাকা পদগুলি পূরণের দাবিতে মামলা চলছে সুপ্রিম কোর্টে৷ এ বিষয়ে প্রয়োজনে আদালতই যাতে নিয়োদের নির্দেশ দেয়, সেই আবেদনই জানানো হয়েছে মামলায়৷ ওই মামলার শুনানিতেই শুক্রবার কেন্দ্রের কাছে জবাব চাইল বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চ৷

প্রসঙ্গত, 2019 সাল থেকেই ফাঁকা রয়েছে অ্য়াপিলেট ট্রাইবিউনাল৷ এদিন ভিডিও কনফারেন্সের মাধ্য়মে শুনানি চলে৷ যার প্রেক্ষিতে অর্থমন্ত্রককে নোটিশ পাঠায় তিন বিচারপতির সংশ্লিষ্ট বেঞ্চ৷ যার জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে কেন্দ্রকে৷

সংশ্লিষ্ট মামলাটি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সমাজকর্মী অমিত শাহানি৷ তাঁর আবেদনে অমিতের দাবি, 2019-এর অগাস্টে বিভিন্ন সংবাদমাধ্য়মে বলা হয়েছিল, সেই সময় দিল্লি হাইকোর্ট থেকে সদ্য় অবসরপ্রাপ্ত বিচারপতি সুনীল গৌরকে অ্য়াপিলেট ট্রাইবিউনালের চেয়ারপার্সনের পদে নিযুক্ত করা হবে৷ কিন্তু আজ পর্যন্ত তেমন কিছুই করা হয়নি৷

আরও পড়ুন:নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত কেন?

2019 সালের সেপ্টেম্বর পর্যন্ত অ্য়াপিলেট ট্রাইবিউনালের চেয়ারপার্সন ছিলেন বিচারপতি মনমোহন সিং৷ ঠিক হয়েছিল, তাঁর ফাঁকা পদে দায়িত্ব গ্রহণ করবেন গৌর৷ কিন্তু, পরবর্তীতে এই নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তিই জারি হয়নি৷

ABOUT THE AUTHOR

...view details