নয়াদিল্লি, 15 অক্টোবর: মাওবাদী যোগে ধৃত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবার মুক্তির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ শনিবার বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী বম্বে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের আবেদন শোনেন ৷ বম্বে হাইকোর্ট তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবার এই নির্দেশ বাতিল করে তাঁর কারাবাস বহাল রাখল সর্বোচ্চ আদালত (SC rejects plea of Maharashtra over G N Saibaba acquittal) ৷ পরবর্তী শুনানি 8 ডিসেম্বর ৷
শুক্রবারই বম্বে হাইকোর্ট (Bombay High Court) সাইবাবার মুক্তির নির্দেশ ঘোষণা করে এবং জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ নির্দেশে আদালত জানায়, অভিযুক্তকে ইউএপিএ আইনে (Unlawful Activities (Prevention) Act, UAPA) বন্দি করে রাখা হয়েছে ৷ এটি 'আইনের অপব্যবহার এবং বেআইনি' (bad in law and invalid) ৷ 2017-য় ট্রায়াল কোর্ট সাইবাবাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে প্রাক্তন অধ্যাপক বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ নাগপুর বেঞ্চ তাঁর এই আবেদন গ্রহণ করেছিল ৷