পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC Order over GN Saibaba: জি এন সাইবাবার মুক্তির আবেদন নাকচ করল সুপ্রিম কোর্ট - মাওবাদী

মাওবাদীদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে, এই অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জি এন সাইবাবাকে গ্রেফতার করা হয় ৷ তিনি এখন কারাবাসে ৷ সর্বোচ্চ আদালত জানিয়ে দিল জি এন সাইবাবাকে মুক্তি নয় (Supreme Court rejects plea over G N Saibaba) ৷

G N Saibaba Supremet Court
ETV Bharat

By

Published : Oct 15, 2022, 1:10 PM IST

Updated : Oct 15, 2022, 2:21 PM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর: মাওবাদী যোগে ধৃত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবার মুক্তির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ শনিবার বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী বম্বে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের আবেদন শোনেন ৷ বম্বে হাইকোর্ট তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবার এই নির্দেশ বাতিল করে তাঁর কারাবাস বহাল রাখল সর্বোচ্চ আদালত (SC rejects plea of Maharashtra over G N Saibaba acquittal) ৷ পরবর্তী শুনানি 8 ডিসেম্বর ৷

শুক্রবারই বম্বে হাইকোর্ট (Bombay High Court) সাইবাবার মুক্তির নির্দেশ ঘোষণা করে এবং জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ নির্দেশে আদালত জানায়, অভিযুক্তকে ইউএপিএ আইনে (Unlawful Activities (Prevention) Act, UAPA) বন্দি করে রাখা হয়েছে ৷ এটি 'আইনের অপব্যবহার এবং বেআইনি' (bad in law and invalid) ৷ 2017-য় ট্রায়াল কোর্ট সাইবাবাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে প্রাক্তন অধ্যাপক বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ নাগপুর বেঞ্চ তাঁর এই আবেদন গ্রহণ করেছিল ৷

আরও পড়ুন: Journalist Siddique Kappan: সাংবাদিক সিদ্দিকী কাপ্পানকে জামিন দিল সুপ্রিম কোর্ট

বম্বে হাইকোর্টের মুক্তির নির্দেশের সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে ৷ সাইবাবার মুক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন জানায় ৷ শনিবার আদালতের কার্যদিবস না হলেও বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী (Justices M R Shah and Justice Bela M Trivedi) এই মামলাটি শোনেন এবং জি এন সাইবাবাকে কারাবাসে থাকার নির্দেশ দেন ৷ এমনকী সাইবাবার শারীরিক অবস্থার জন্য তাঁকে গৃহবন্দি করে রাখার আবেদনও খারিজ দেন দুই বিচারপতি ৷ তবে জি এন সাইবাবা মহারাষ্ট্র সরকারের এই আবেদনের বিরুদ্ধে আদালতে আপিল করতে পারেন, জানিয়েছেন দুই বিচারপতি ৷ 2014-র ফেব্রুয়ারিতে গ্রেফতার হন জি এন সাইবাবা ৷ 52 বছর বয়সি এই প্রাক্তন অধ্যাপক শারীরিক অসুস্থতার জন্য হুইলচেয়ার ব্যবহার করেন ৷ বর্তমানে তিনি নাগপুর সেন্ট্রাল জেলে রয়েছেন ৷

আরও পড়ুন: 70 দিন পর জেল থেকে মুক্তি পেলেন তিস্তা সেতলওয়াড়

Last Updated : Oct 15, 2022, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details