নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডের (Adani Hindenburg Controversy) জেরে রুজু হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্রের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (SC Refuses to entertain Centre Suggestion) ৷ এর আগে সংশ্লিষ্ট মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছিল, এই ধরনের ঘটনায় যাতে আমজনতার টাকা কোনওভাবেই নষ্ট না তা নিশ্চিত করতে হবে ৷ প্রয়োজনে শেয়ার বাজারের উপর নজরদারি চালানো ব্যবস্থাপনাকে আরও পোক্ত করতে হবে ৷ এই বিষয়ে কোনও বিশেষজ্ঞ কমিটি (Experts Panel on Market Regulatory Mechanism) গঠন করা যায় কি না, সেই বিষয়টিকেও কেন্দ্রকে বিবেচনা করতে বলেছিল সুপ্রিম কোর্ট ৷ জবাবে কেন্দ্র জানিয়েছিল, বিশেষজ্ঞ কমিটি গড়তে তাদের কোনও আপত্তি নেই ৷ তবে, এই বিষয়ে কয়েকজনের নাম প্রস্তাব করতে চায় তারা ৷ সেই প্রস্তাব মুখবন্ধ খামে আদালতে পেশ করতে দেওয়া হোক ৷ শুক্রবার মুখবন্ধ খামে প্রস্তাব পেশের সেই আবেদনই খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷
এই বিষয়ে আগেই সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ আর সেই কারণেই মুখবন্ধ খামে কোনও প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৷ এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরোশিমা এবং বিচারপতি জেবি পরদিওয়ালার বেঞ্চ এই বিষয়ে আদালতের অবস্থান স্পষ্ট করেছে ৷ বেঞ্চের তরফ থেকে বলা হয়, "আমারা আপনাদের কাছ থেকে কোনও মুখবন্ধ খাম গ্রহণ করতে পারব না ৷ কারণ, আমরা এই কাজে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে চাই ৷"