নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: সিগারেটের প্যাকেটে যেমন স্বাস্থ্য নিয়ে সতর্কীকরণ ছবি ব্যবহার করা হয় ৷ মদের বোতলেও সেরকম ছবি ব্যবহার করতে হবে ৷ এই মর্মে আবেদন জমা পড়েছিল সুপ্রিম খোর্টে ৷ কিন্তু আবেদনটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ এই আবেদনের প্রেক্ষিতে শুনানিতে রাজি হয়নি (SC refuses plea for warning labels on liquor bottles) ৷
দেশের শীর্ষ আদালতে এই আবেদনটি করেছিলেন আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায় ৷ এই আবেদনে তিনি সুরার বোতলের গায়ে সতর্কীকরণমূলক ছবি ব্যবহারের পাশাপাশি রাজধানীতে পানীয় ও ড্রাগস উৎপাদন, সরবরাহ ও গ্রহণের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের কথা জানিয়েছিলেন ৷ সরকার যাতে এই বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার করে সেই আবেদনও জানানো হয় ৷ এভাবে সতর্কতামূলক প্রচারে সমাজ ও যুব সমাজের উপকার হবে বলেও আবেদনে জানান ওই আবেদনকারী (plea for warning labels on liquor bottles) ৷