পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Haridwar Hate Speech : 10 দিনের মধ্যে উত্তরাখণ্ড সরকারের জবাব তলব সুপ্রিম কোর্টের - Haridwar Hate Speech Case

ধর্ম সংসদ বৈঠকে বিতর্কিত মন্তব্যের মামলায় জবাব দিতে হবে উত্তরাখণ্ড সরকারকে (Uttarakhand to reply In 10 Days in Haridwar Hate Speech case) ৷ ধামী সরকারের থেকে আগামী দশদিনের মধ্যে জবাব তলব করল সুপ্রিম কোর্ট ৷

Haridwar Hate Speech Incident
উত্তরাখণ্ডের থেকে জবাব তলব সুপ্রিম কোর্টের

By

Published : Jan 12, 2022, 12:51 PM IST

নয়াদিল্লি, 12 জানুয়ারি : উত্তরাখণ্ড সরকারকে আগামী 10 দিনের মধ্যে দিতে হবে জবাব (Uttarakhand to reply In 10 Days in Haridwar Hate Speech Incident) ৷ হরিদ্বারের ধর্ম সংসদে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ ওঠে ৷ তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আবেদন করেন পটনা হাইকোর্টের বিচারপতি অঞ্জনা প্রকাশ এবং সাংবাদিক কুরবান আলি (Haridwar Hate Speech Case) ৷ সেই মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ডের থেকে জবাব তলব করল ৷

হরিদ্বারের ওই ধর্ম সংসদে হিন্দু নেতারা গণহত্যা এবং মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের পক্ষে খোলামেলা সওয়াল করেন ৷ তার কয়েকদিন পর অনুষ্ঠানের একটি ভিডিয়োতে দেখা যায় ওই হিন্দু নেতারা এক পুলিশ আধিকারিকের সঙ্গে হাসতে হাসতে কথা বলছেন ৷ তিনি তাঁদেরই লোক বলেও জানান ৷

সেই ঘটনার পর সুপ্রিম কোর্ট আবেদন করেন হাইকোর্টের বিচারপতি অঞ্জনা প্রকাশ এবং সাংবাদিক কুরবান আলি ৷ 23 জানুয়ারি উত্তরপ্রদেশের আলিগড়ে অনুষ্ঠিত হতে যাওয়া আরও একটি ধর্ম সংসদ আয়োজিত হওয়ার কথা রয়েছে ৷ তা যাতে বন্ধ করা যায় তার জন্য আবেদনকারীদের স্থানীয় কর্তৃপক্ষের কাছে যাওয়ার অনুমতি দিয়েছে ।

আরও পড়ুন : Dharam Sansad in Haridwar : হরিদ্বারের ধর্ম সংসদে বিতর্কিত মন্তব্য, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details