নিউ দিল্লি, 10 মে: পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই বছর মার্চে প্রশান্ত কিশোরকে প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছেন, যা তাঁর মন্ত্রিসভার যে কোনও মন্ত্রীপদের সমমর্যাদার ৷ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন বালতেজ সিং সিধু-সহ বেশ কিছু আইনজীবী ৷ সেই আবেদন খারিজ করে দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৷ এর পর সেই খারিজ করা আবেদনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা ৷ এই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট পঞ্জাব সরকারের কাছ থেকে বিষয়টি জানতে চাইল ৷
আরো পড়ুন: দু'দিনের ব্যবধানে দিল্লিতে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম
প্রশান্ত কিশোর বিতর্ক-
বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, হেমন্ত গুপ্তা উল্লেখ করেছেন যে, আবেদনকারীরা জানিয়েছেন প্রশান্ত কিশোর বিভিন্ন রাজ্যে ভোট কৌশলী হিসেবে কাজ করেছেন ৷ এমনকি 2017-য় পঞ্জাবের বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে কাজ করেছেন ৷ তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতার পদ দেওয়াটা যে কোনও মন্ত্রীর সমমর্যাদার ৷ তাই তাঁকে জনসাধারণের টাকায় এই পদে নিয়োগ করাটা বেআইনি ৷