নয়াদিল্লি, 16 জুন : এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার নীতি (Supreme Court on demolition row in UP) ৷ সম্প্রতি বরখাস্ত হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে ঘিয়ে অশান্তি ছড়ায় উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে ৷ এই ঘটনায় অভিযুক্তদের 'শায়েস্তা' করতে বুলডোজার নিয়ে ময়দানে নামে যোগী পুলিশ-প্রশাসন ৷
অভিযোগ, জাহাঙ্গিরপুরীতে নিয়ম না মেনেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বাড়ি ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছেন, আইন মেনে এই পদক্ষেপ করা হয়নি ৷ শীর্ষ আদালতের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এদিন বলেছে, "আইনের আওতার মধ্যে থেকে এই ধরনের পদক্ষেপ করা উচিত ৷ নিরপেক্ষ হওয়া উচিত ৷ দেশে যে আইনের শাসন চলছে নাগরিকদের কাছে এই বার্তা যাওয়া প্রয়োজন ৷ প্রতিশোধ নিতে বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না ৷" বুলডোজার দিয়ে বাড়ি ও সম্পত্তি নষ্ট করার বিষয়ে তিন দিনের মধ্যে যোগী সরকারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট ৷
যোগী আদিত্যনাথ সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে একটি মুসলিম সংগঠনের তরফে আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ দাবি ছিল, আইনি পদ্ধতি না মেনে ভবিষ্যতে সরকার যাতে এভাবে বুলডোজার দিয়ে সম্পত্তি গুঁড়িয়ে দিতে না-পারে, তা নিশ্চিত করুক শীর্ষ আদালত ৷ যদিও আত্মপক্ষ সমর্থনে এদিন শীর্ষ আদালতে উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়, এই অভিযানে কোনও আইন ভাঙা হয়নি, অভিযান চালানোর আগে সংশ্লিষ্ট সকলকে নোটিশ পাঠানো হয়েছিল ৷ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাও এদিন আদালতে জানান, ধর্মের ভিত্তিতে কোনও বাসিন্দার বাড়ি ভাঙা হয়নি ৷ বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরকার পদক্ষেপ করেছে ৷
আরও পড়ুন : 'অগ্নিপথ' বিরোধী বিক্ষোভে উত্তাল বিহার, একাধিক ট্রেনে আগুন প্রতিবাদীদের
সুপ্রিম কোর্ট এদিন বলেছে, আদালত এই অভিযানে সম্পূর্ণ স্থগিতাদেশ দিচ্ছে না ৷ শুধু মনে করিয়ে দিচ্ছে আইন মেনে চলার কথা ৷ মামলার পরবর্তী শুনানি 21 জুন ৷ তার আগে, নির্বিচারে ও বেআইনিভাবে বাড়ি ভেঙে ফেলা নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে 3 দিনের মধ্যেজবাব দেবে উত্তরপ্রদেশ সরকার ৷