নয়াদিল্লি, 22 জানুয়ারি:যদিও বিচার বিভাগ স্বাধীন তবে নিয়োগ প্রক্রিয়াটি এমন, যে দেশের আইন রক্ষা করার পরিবর্তে শীর্ষ আদালত নিজেই সংবিধানকে হাইজ্যাক করেছে (SC Hijacked Constitution)। একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরএস সোধি ৷ বিচারক নিয়োগ নিয়ে সরকার ও বিচার বিভাগের মধ্যে চলমান দ্বন্দ্বের (Tussle between Govt and Judiciary) মধ্যেই শনিবার তাঁর সেই সাক্ষাৎকার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju shares voice of judge)৷
মন্ত্রী অবসরপ্রাপ্ত বিচারপতির মতামত শেয়ার করে করে টুইটারে লিখেছেন "একজন বিচারকের কণ্ঠস্বর... ভারতীয় গণতন্ত্রের আসল সৌন্দর্য - এর সাফল্য । জনগণ তাঁদের প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের শাসন করেন । নির্বাচিত প্রতিনিধিরা জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করেন এবং আইন প্রণয়ন করেন । আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং আমাদের সংবিধান সর্বোচ্চ ৷"
আইনমন্ত্রীর আরও দাবি, ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের কলেজিয়াম ব্যবস্থা সম্পর্কে একই রকম মত । বিচার বিভাগের প্রতি একপ্রকার আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, "শুধুমাত্র সেই লোকেরা যাঁরা সংবিধানের বিধান এবং জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করেন, তাঁরা মনে করে যে তাঁর নিজেরা ভারতের সংবিধানের ঊর্ধ্বে ৷"