পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lakhimpur Kheri Case: লখিমপুর খেরি কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্রকে অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্টের

2021 সালে অক্টোবরে কৃষকদের মিছিলের উপর দিয়ে এসইউভি চালিয়ে কয়েকজনকে পিষে মেরে ফেলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ আপাতত 8 সপ্তাহ অর্থাৎ 2 মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (SC grants interim bail to Ashish Mishra) ৷

Ashish Mishra
আশিস মিশ্র

By

Published : Jan 25, 2023, 12:26 PM IST

Updated : Jan 25, 2023, 1:28 PM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি: অন্তর্বর্তী জামিন পেলেন লাখিমপুরকাণ্ডের অভিযুক্ত আশিস মিশ্র ৷ বুধবার সুপ্রিম কোর্ট লখিমপুরখেরির ঘটনার অন্যতম মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে 8 সপ্তাহের জামিন মঞ্জুর করেছে ৷ তবে তিনি দিল্লি ও উত্তরপ্রদেশে থাকতে পারবেন না বলে শর্ত দিয়েছে সর্বোচ্চ আদালত ৷ জামিনের এক সপ্তাহের মধ্যে আশিসকে উত্তর প্রদেশে ছেড়ে চলে যেতে হবে বলেও জানানো হয়েছে ৷ পাশাপাশি তিনি কোথায় যাচ্ছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট আদালতকে সময়ে সময়ে জানাতে হবে (Ashish Mishra granted interim bail by Supreme Court) ৷

2021 সালের 3 অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষকরা বিক্ষোভ মিছিল করছিলেন ৷ সেদিন লখিমপুরে কেশব প্রসাদ মৌর্যের আসার কথা ছিল ৷ বিক্ষুব্ধ কৃষকদের উপর দিয়ে এসইউভি চালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিসের বিরুদ্ধে ৷ ওই ঘটনায় 4 জন চাষি প্রাণ হারান ৷ পরে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং কৃষকরা এর প্রতিবাদ করেন ৷ তাতে এক সাংবাদিক-সহ আরও 4 জন মারা যান ৷ বিক্ষোভ আরও তীব্র হয় লখিমপুরে ৷ প্রতিবাদে গর্জে ওঠে গোটা দেশ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে গ্রেফতার হন আশিস ৷ এবার 8 সপ্তাহের জন্য তিনি জামিন পেলেন ।

আরও পড়ুন: লখিমপুর খেরি কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্রের বিরুদ্ধে চার্জ গঠন 10 মে

এদিন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জেকে মাহেশ্বরীর বেঞ্চ (A bench of Justices Surya Kant and J K Maheshwari) নির্দেশে জানায়, অন্তর্বর্তী জামিনে থাকার সময় অভিযুক্ত আশিস মিশ্র উত্তরপ্রদেশ বা দিল্লিতে থাকতে পারবেন না ৷ সর্বোচ্চ আদালত আশিস মিশ্রকে ট্রায়াল কোর্টে তাঁর পাসপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে ৷ বিচারের প্রয়োজন ছাড়া উত্তর প্রদেশে তিনি ঢুকতে পারবেন না ৷

আদালত বলেছে, এই সময়ের মধ্যে আবেদনকারী বা তাঁর পরিবারের কোনও সদস্য অথবা তাঁর সমর্থক সাক্ষীদের প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে প্রভাবিত বা হুমকি দিলে, এই অন্তর্বর্তী জামিন বাতিল হয়ে যাবে ৷ জামিনের এক সপ্তাহের মধ্যে উত্তরপ্রদেশ ছেড়ে অন্য যে জায়গায় আশিস মিশ্র থাকবেন, তা ট্রায়াল কোর্ট এবং এলাকার সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে ৷ যেখানেই থাকুন সপ্তাহে একবার করে তাঁকে থানায় হাজিরা দিতে হবে ৷

আশিস মিশ্র ছাড়া অন্য চার জনকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত ৷ ওই 4 জনের বিরুদ্ধে আলাদা একটি মামলা দায়ের করা হয়েছিল ৷ লখিমপুর খেরির হিংসাত্মক (Lakhimpur Kheri violence) ঘটনায় 4 জন কৃষককে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে মন্ত্রীর ছেলের এসইউভির বিরুদ্ধে ৷ সেই এসইউভিতে থাকা 3 জনকে হত্যার অভিযোগ রয়েছে এই 4জনের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: চাষিদের পিষে ফেলার ভিডিয়ো প্রকাশ কংগ্রেস নেতা ললিতেশপতি ত্রিপাঠীর

Last Updated : Jan 25, 2023, 1:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details