পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC Grants Bail to Rajiv Gandhi's Convict : তিন দশক পর রাজীব গান্ধির হত্যাকারীকে জামিন সুপ্রিম কোর্টের - রাজীব গান্ধি খুনের আসামি

32 বছর পর রাজীব গান্ধী খুনের আসামী এজি পেরারিভালানকে জামিন দিল সুপ্রিমকোর্ট (Supreme Court Grants Bail to Rajiv Gandhi's Convict) ৷ বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাইয়ের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ আসামীর বিষয়ে নোট দিয়েছেন যে দোষী 30 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছে এবং কারাগারে থাকাকালীন প্যারোলের সময়কালে তার আচরণ সন্তোষজনক ছিল ।

SC grants bail to Rajiv Gandhi's Convict
SC grants bail to Rajiv Gandhi's Convict

By

Published : Mar 9, 2022, 10:44 PM IST

নয়াদিল্লি, 9 মার্চ : জামিন পেল রাজীব গান্ধির হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত এজি পেরারিভালান ৷ তিরিশ বছর জেলে থাকার পর তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court Grants Bail to Rajiv Gandhi's Convict) । তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত পেরারিভালান যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন ৷ 32 বছর ধরে কারাগারে ছিলেন এবং বর্তমানে প্যারোলে বাইরে রয়েছেন তিনি ।

আজ সুপ্রিমকোর্টে পেরারিভালানের জামিন মঞ্জুর সংক্রান্ত মামলার শুনানি ছিল ৷ সেখানে বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ জানায়, দোষী পেরারিভালান 30 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছে ৷ কারাগারে থাকাকালীন এবং প্যারোলের সময়কালে তার আচরণ সন্তোষজনক । সুপ্রিমকোর্ট আরও উল্লেখ করেছে, কেন্দ্র সরকার তার জামিনের বিরোধিতা করেছে ।

আরও পড়ুন :Student death : পুলিশ আবাসন থেকে ঝাঁপ প্রেসিডেন্সির ছাত্রের ! শোরগোল সল্টলেকে

এ বিষয়ে, দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, "30 বছরের বেশি সময় ধরে পেরারিভালান জেলে রয়েছে ৷ পাশাপাশি সে শারীরিকভাবে অসুস্থ ৷ তাই সবদিক বিবেচনা করে আমরা মনে করি তার জামিনে মুক্ত হওয়া উচিত ৷" প্রসঙ্গত, 1991 সালের 21 মে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে একটি নির্বাচনী সমাবেশে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধি । ঘটনায় আত্মঘাতী মহিলা ধানু-সহ 14 জন নিহত হয় ।

আরও পড়ুন :Gas Cylinder Blast at Jamuria : জামুড়িয়ায় সিলিন্ডার বিস্ফোরণে মৃত 2

ABOUT THE AUTHOR

...view details