নয়াদিল্লি, 9 মার্চ : জামিন পেল রাজীব গান্ধির হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত এজি পেরারিভালান ৷ তিরিশ বছর জেলে থাকার পর তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court Grants Bail to Rajiv Gandhi's Convict) । তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত পেরারিভালান যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন ৷ 32 বছর ধরে কারাগারে ছিলেন এবং বর্তমানে প্যারোলে বাইরে রয়েছেন তিনি ।
আজ সুপ্রিমকোর্টে পেরারিভালানের জামিন মঞ্জুর সংক্রান্ত মামলার শুনানি ছিল ৷ সেখানে বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ জানায়, দোষী পেরারিভালান 30 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছে ৷ কারাগারে থাকাকালীন এবং প্যারোলের সময়কালে তার আচরণ সন্তোষজনক । সুপ্রিমকোর্ট আরও উল্লেখ করেছে, কেন্দ্র সরকার তার জামিনের বিরোধিতা করেছে ।