পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sheena Bora Murder Case : সুপ্রিম কোর্টে জামিন শিনা বোরা হত্যা মামলায় মূল অভিযুক্ত ইন্দ্রাণীর - Byculla women prison in Mumbai

আপাতত স্বস্তি ৷ ছ'বছরেরও বেশি সময় ধরে জেলে বন্দি ছিলেন (Indrani Mukerjea accused of killing Sheena Bora) ৷ আজ 18 মে সুপ্রিম কোর্ট ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে জামিনে মুক্তি দিল ৷ তাঁর মেয়ে শিনা বোরা খুনে তিনি অন্যতম মূল অভিযুক্ত (Sheena Bora Murder Case) ৷

Sheena Bora Murder Case Update
শিনা বোরা খুনে অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী

By

Published : May 18, 2022, 12:18 PM IST

Updated : May 18, 2022, 1:21 PM IST

নয়াদিল্লি, 18 মে : জামিন পেলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ শিনা বোরা হত্যাকাণ্ডে জড়িত অন্যতম মূল অভিযুক্ত ইন্দ্রাণীর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি এল নাগেশ্বরা রাওয়ের (Justice L Nageswara Rao) নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, ট্রায়াল খুব তাড়াতাড়ি শেষ হবে না (SC grants bail to Indrani Mukerjea in Sheena Bora murder case) ৷ বেঞ্চ জানায়, "অভিযুক্তের মেয়ের সঙ্গে রাহুল মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল ৷ রাহুল পিটার মুখোপাধ্যায়ের প্রথম স্ত্রীর সন্তান ৷ আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগ, এই সম্পর্কের কারণে অভিযুক্ত তার মেয়েকে পরিকল্পিত ভাবে খুন করেছে ৷"

বিচারপতি বি আর গাভাই (Justice B R Gavai) এবং এ এস বোপান্না (Justice A S Bopanna) এই বেঞ্চের অন্য দুই সদস্য ৷ বেঞ্চ আরও জানায়, "আমরা এই মামলাটির বর্তমান অবস্থা নিয়ে কোনও মন্তব্য করব না ৷ যদিও বিচারপ্রক্রিয়ায় 50 শতাংশ সাক্ষ্য দিয়েছে ৷ ট্রায়াল এখুনি শেষ হবে না ৷ ট্রায়াল কোর্টের মত নিয়ে আপাতত তাকে জামিন দেওয়া হচ্ছে ৷ একই ভাবে পিটার মুখোপাধ্যায়ের জামিনও মঞ্জুর করা হয়েছিল ৷ এক্ষেত্রেও সেটাই করা হচ্ছে ৷"

আরও পড়ুন : Rajiv Gandhi Assassination Case : রাজীব গান্ধি হত্যাকাণ্ডে অন্যতম দোষী পেরারিভালানকে মুক্তি দল সুপ্রিম কোর্ট

বুধবার সুপ্রিম কোর্টে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের পক্ষে প্রবীণ অ্যাডভোকেট মুকুল রোহতাগি (Senior advocate Mukul Rohatgi) উপস্থিত ছিলেন ৷ বর্তমানে ইন্দ্রাণী মুম্বইয়ের বাইকুল্লার মহিলা সংশোধনাগারে (Byculla women's prison) রয়েছেন ৷ তাঁকে 2015-র অগস্টে গ্রেফতার করা হয় ৷

আইনজীবী রোহতাগি আদালতে জানান, বহু সংখ্যক সাক্ষীর বক্তব্য যাচাই করা বাকি রয়েছে ৷ তাই ট্রায়াল শেষ হতে এখনও অনেকটাই সময় লাগবে ৷ সিবিআই-এর স্পেশ্যাল কোর্ট একাধিকবার ইন্দ্রাণীর জামিন খারিজ করে দেয় ৷

2012-এর এপ্রিলে শিনা বোরাকে (24) হত্যা করা হয় ৷ যদিও ঘটনাটি সামনে আসে 3 বছর পর 2015-য় ৷ অভিযোগ, তাঁর মা ইন্দ্রাণী মুখোপাধ্যায় একটি গাড়িতে শিনাকে শ্বাসরোধ করে খুন করে ৷ পরে রায়গড়ের জঙ্গলে মেয়ের দেহ জ্বালিয়ে দেয় ৷ এতে সহযোগিতা করেছিল তার গাড়িচালক শ্যামভর রাই ৷ এমনকি অভিযোগ ওঠে প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার বিরুদ্ধেও ৷ সে বছর অগস্টে গ্রেফতার হয় ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ এই ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগে নভেম্বরে ইন্দ্রাণীর স্বামী পিটার মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয় ৷ যদিও তিনি 2020-র ফেব্রুয়ারিতে জামিন পেয়ে যান ৷ জেলে থাকাকালীন তাদের দু'জনের বিয়ে ভেঙে যায় ৷

আরও পড়ুন : Sheena Bora Murder Case : শিনা বোরা এখন কাশ্মীরে, সিবিআইকে চিঠিতে জানালেন ইন্দ্রাণী

Last Updated : May 18, 2022, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details