পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Supreme Court: গোধরা-কাণ্ডে দোষী সাব্যস্তের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

2002 সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় দোষী ফারুখ নামে এক ব্যক্তিকে জামিন দিল শীর্ষ আদালত (SC grants bail to convict in Godhra train coach burning case) ৷

ETV Bharat
Supreme Court

By

Published : Dec 15, 2022, 4:11 PM IST

Updated : Dec 15, 2022, 8:05 PM IST

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: 2002 সালে গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের ৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরশিমার ডিভিশন বেঞ্চ (SC grants bail to convict in Godhra train coach burning case) ৷

যে ব্যক্তিকে এদিন জামিন দেওয়া হয়েছে তার নাম ফারুখ৷ 2004 থেকে জেলে রয়েছেন, ইতিমধ্যেই 17 বছর কেটে গিয়েছে জেলবন্দি অবস্থায়, এই মর্মে ফারুখের তরফে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানান হয় ৷ উল্লেখ্য, গোধরা কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া বেশকয়েকজন আদালতের রায়ে বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে ৷

আরও পড়ুন:জঙ্গলে পাওয়া দেহাংশ শ্রদ্ধারই, ডিএনএ পরীক্ষার পর জানাল পুলিশ

এদিন গুজরাত সরকারের পক্ষে শীর্ষ আদালতে সওয়াল করেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা ৷ তিনি বলেন, গোধরার ঘটনা চরম নৃশংসতার উদাহরণ ছিল ৷ যেখানে মহিলা ও শিশু সমেদ 59 জনকে পুড়িয়ে মারা হয় (Godhra train coach burning case) ৷ ৷ কিন্তু সবরিমালা এক্সপ্রেসে পাথর ছোঁড়ায় অভিযুক্ত ছিল ফারুখ ৷ তাঁর জামিনের বিরোধিতা করে এদিন সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, ট্রেনে আগুন লাগানোর সঙ্গেই কামরাগুলির দিকে পাথর ছোঁড়া হয়েছিল, যাতে ভিতর থেকে কেউ বাইরে বেরোতে না পারেন ৷ দমকল বাহিনীকে লক্ষ্য করেও পাথর ছোঁড়া হয় ৷ দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পরে এদিন ওই ব্যক্তির জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷

Last Updated : Dec 15, 2022, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details