নয়াদিল্লি, 11 নভেম্বর: শিবলিঙ্গকে রক্ষা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার দেশের নতুন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি পিএস নরসিমহার গঠিত বেঞ্চ জানায়, জ্ঞানব্যাপী মসজিদে 'শিবলিঙ্গ' থাকা জায়গাটিতে নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে ৷ পরবর্তী নির্দেশ না-পাওয়া পর্যন্ত আজকের রায় মেনে চলতে হবে দু'পক্ষকেই ৷ জ্ঞানব্যাপী মসজিদ বিতর্ক সম্পর্কিত সব মামলাগুলির একত্রীকরণ করা নিয়ে হিন্দু পক্ষ বারাণসীর জেলা দায়রা আদালতে আবেদন জানাতে পারে, নির্দেশ সুপ্রিম কোর্টের (SC extends till further order protection of 'Shivling' area at Gyanvapi mosque complex) ৷
এর আগে 17 মে সর্বোচ্চ আদালত বারাণসীর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটি অন্তর্বর্তী নির্দেশ দেয়, জ্ঞানব্যাপী-শৃঙ্গার গৌরি চত্বরের মধ্যে খুঁজে পাওয়া 'শিবলিঙ্গ'কে সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে ৷
কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে এই জ্ঞানব্যাপী মসজিদ তৈরি করেছেন মোগল সম্রাট ঔরঙ্গজেব ৷ এই দাবি করে একটি হিন্দত্ববাদী সংগঠন ৷ তাদের আরও দাবি ছিল, মসজিদের ভিতরে শিবলিঙ্গ আছে ৷ তা জানতে সমীক্ষার নির্দেশ দেয় আদালত ৷ 16 মে সমীক্ষা শেষে হিন্দু পক্ষের আইনজীবী দীপক সিং দাবি করেন, মসজিদ চত্বরের মধ্যে একটি 3 ফুট উঁচু 'শিবলিঙ্গ' পাওয়া গিয়েছে ৷ মসজিদ কর্তৃপক্ষ অঞ্জুমান ইনতেজামিয়া কমিটি এর বিরোধিতা করে জানায়, এটি একটি ফোয়ারা এবং তার আকৃতি শিবলিঙ্গের মতো ৷
আরও পড়ুন: ‘শিবলিঙ্গকে সুরক্ষা, নমাজও চলুক’, জ্ঞানবাপী মসজিদ বিতর্কে জানাল সুপ্রিম কোর্ট