পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC over Gyanvapi Mosque: জ্ঞানব্যাপী মসজিদে 'শিবলিঙ্গ' রক্ষার নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট - শিবলিঙ্গর নিরাপত্তা

পরবর্তী নির্দেশ না-পাওয়া পর্যন্ত 'শিবলিঙ্গ'র নিরাপত্তা বজায় রাখতে হবে, নির্দেশ দিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ (Supreme Court over Shivling at Gyanvapi mosque) ৷

Gyanvapi Masjid
ETV Bharat

By

Published : Nov 11, 2022, 5:06 PM IST

Updated : Nov 11, 2022, 6:56 PM IST

নয়াদিল্লি, 11 নভেম্বর: শিবলিঙ্গকে রক্ষা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার দেশের নতুন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি পিএস নরসিমহার গঠিত বেঞ্চ জানায়, জ্ঞানব্যাপী মসজিদে 'শিবলিঙ্গ' থাকা জায়গাটিতে নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে ৷ পরবর্তী নির্দেশ না-পাওয়া পর্যন্ত আজকের রায় মেনে চলতে হবে দু'পক্ষকেই ৷ জ্ঞানব্যাপী মসজিদ বিতর্ক সম্পর্কিত সব মামলাগুলির একত্রীকরণ করা নিয়ে হিন্দু পক্ষ বারাণসীর জেলা দায়রা আদালতে আবেদন জানাতে পারে, নির্দেশ সুপ্রিম কোর্টের (SC extends till further order protection of 'Shivling' area at Gyanvapi mosque complex) ৷

এর আগে 17 মে সর্বোচ্চ আদালত বারাণসীর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটি অন্তর্বর্তী নির্দেশ দেয়, জ্ঞানব্যাপী-শৃঙ্গার গৌরি চত্বরের মধ্যে খুঁজে পাওয়া 'শিবলিঙ্গ'কে সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে ৷

কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে এই জ্ঞানব্যাপী মসজিদ তৈরি করেছেন মোগল সম্রাট ঔরঙ্গজেব ৷ এই দাবি করে একটি হিন্দত্ববাদী সংগঠন ৷ তাদের আরও দাবি ছিল, মসজিদের ভিতরে শিবলিঙ্গ আছে ৷ তা জানতে সমীক্ষার নির্দেশ দেয় আদালত ৷ 16 মে সমীক্ষা শেষে হিন্দু পক্ষের আইনজীবী দীপক সিং দাবি করেন, মসজিদ চত্বরের মধ্যে একটি 3 ফুট উঁচু 'শিবলিঙ্গ' পাওয়া গিয়েছে ৷ মসজিদ কর্তৃপক্ষ অঞ্জুমান ইনতেজামিয়া কমিটি এর বিরোধিতা করে জানায়, এটি একটি ফোয়ারা এবং তার আকৃতি শিবলিঙ্গের মতো ৷

আরও পড়ুন: ‘শিবলিঙ্গকে সুরক্ষা, নমাজও চলুক’, জ্ঞানবাপী মসজিদ বিতর্কে জানাল সুপ্রিম কোর্ট

এরপরেই বারাণসীর সিভিল কোর্ট মন্দির চত্বর সিল করে দেওয়ার নির্দেশ দেয় ৷ 17 মে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, 'শিবলিঙ্গ'কে সুরক্ষা দিতে হবে ৷ পাশাপাশি মুসলিমরাও নমাজ পাঠে কোনওভাবে বাধাপ্রাপ্ত না হয়, তা নিশ্চিত করতে হবে ৷

মসজিদ চত্বরে আদালতের সমীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে অঞ্জুমান ইনতেজামিয়া কমিটি (Anjuman Intezamia Committee) সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ 20 মে সর্বোচ্চ আদালত হিন্দু ভক্তদের দায়ের করা সিভিল মামলা বারাণসীর জেলা বিচারকের কাছে পাঠান ৷ ইস্যুটি জটিল এবং সংবেদনশীল ৷ তাই কোনও 25-30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ বিচারক মামলাটি ভালোভাবে সামলাতে পারবেন, জানিয়েছিল আদালত ৷

আজকের রায়ে অবশ্য প্রধান বিচারপতির নেতৃত্ব গঠিত বেঞ্চ মুসলিম পক্ষকে তিন সপ্তাহের মধ্যে তাদের মতামত জানাতে নির্দেশ দিয়েছে, জানালেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন ৷

আরও পড়ুন: শুক্রে আলাদা বেঞ্চ গঠন করে জ্ঞানব্যাপী মামলার শুনানি

Last Updated : Nov 11, 2022, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details