পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC Dismisses Tata Appeal: আদানিদের 7000 কোটির বিদ্যুৎ চুক্তির বিরুদ্ধে টাটাদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

আদানিদের (Adani Electricity) 7000 কোটি টাকার (Tata Power) বিদ্যুৎ সংযোগ চুক্তির বিরুদ্ধে টাটা পাওয়ারের (SC Dismisses Tata Appeal) আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷

SC dismisses Tata's appeal against Rs 7000 crore transmission order to Adani
আদানিদের 7000 কোটির বিদ্যুৎ চুক্তির বিরুদ্ধে টাটাদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

By

Published : Nov 23, 2022, 7:55 PM IST

নয়াদিল্লি, 23 নভেম্বর:সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেল টাটা গোষ্ঠী (SC Dismisses Tata Appeal)৷ মহারাষ্ট্র ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের (এমইআরসি) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে টাটা পাওয়ারের (Tata Power) করা পিটিশন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত (Adani Electricity)৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, এমইআরসি আদানি ইলেক্ট্রিসিটিকে মনোনয়নের ভিত্তিতে 7,000 কোটি টাকার ট্রান্সমিশন চুক্তি প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই বহাল থাকবে ৷

বড় পরিকাঠামোগত কোনও প্রকল্পে মনোনয়নের ভিত্তিতে কারও সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া যায় কি না, সেই নিয়ে মামলা ছিল বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি জেবি পরদিওয়ালার বেঞ্চে ৷ আদালত জানিয়েছে, "বিদ্যুৎ আইন 2003 রাজ্যকে রাজ্যের মধ্যে বিদ্যুৎ সঞ্চালনের জন্য ব্যবস্থা করার অনুমতি দেয় ৷ বিদ্যুৎ আইন 2003-এর ধারায় শুল্ক নির্ধারণের জন্য একটিই পদ্ধতি ব্যবহারের কথা বলা হয়নি ৷ যথাযথ কমিশন দরপত্রের মাধ্যমে আসা ট্যারিফকে অস্বীকার করতে পারে না ।"

আরও পড়ুন:তাজপুর বন্দর তৈরির দায়িত্ব আদানি গোষ্ঠীর, জানালেন ফিরহাদ

আদালত আরও বলেছে, "এমইআরসি শুল্ক নির্ধারণের জন্য কোনও নির্দেশিকা তৈরি করেনি, তাই সাধারণ নিয়ন্ত্রক ক্ষমতার উপর ভিত্তি করে ট্যারিফ নির্ধারিত হবে ৷ মহারাষ্ট্র সরকারের মন্ত্রিগোষ্ঠী বিডিং-এর মাধ্যমে ট্যারিফ নির্ধারণ করেনি ৷"

জাতীয় নীতি মেনে 2003 সালের বিদ্যুৎ আইনের 61নং ধারা অনুযায়ী ট্যারিফ সংক্রান্ত নির্দেশিকা তৈরির জন্য সব রাজ্যের কমিশনকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details