পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC Dismisses Tata Appeal: আদানিদের 7000 কোটির বিদ্যুৎ চুক্তির বিরুদ্ধে টাটাদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে - Adani Electricity

আদানিদের (Adani Electricity) 7000 কোটি টাকার (Tata Power) বিদ্যুৎ সংযোগ চুক্তির বিরুদ্ধে টাটা পাওয়ারের (SC Dismisses Tata Appeal) আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷

SC dismisses Tata's appeal against Rs 7000 crore transmission order to Adani
আদানিদের 7000 কোটির বিদ্যুৎ চুক্তির বিরুদ্ধে টাটাদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

By

Published : Nov 23, 2022, 7:55 PM IST

নয়াদিল্লি, 23 নভেম্বর:সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেল টাটা গোষ্ঠী (SC Dismisses Tata Appeal)৷ মহারাষ্ট্র ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের (এমইআরসি) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে টাটা পাওয়ারের (Tata Power) করা পিটিশন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত (Adani Electricity)৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, এমইআরসি আদানি ইলেক্ট্রিসিটিকে মনোনয়নের ভিত্তিতে 7,000 কোটি টাকার ট্রান্সমিশন চুক্তি প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই বহাল থাকবে ৷

বড় পরিকাঠামোগত কোনও প্রকল্পে মনোনয়নের ভিত্তিতে কারও সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া যায় কি না, সেই নিয়ে মামলা ছিল বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি জেবি পরদিওয়ালার বেঞ্চে ৷ আদালত জানিয়েছে, "বিদ্যুৎ আইন 2003 রাজ্যকে রাজ্যের মধ্যে বিদ্যুৎ সঞ্চালনের জন্য ব্যবস্থা করার অনুমতি দেয় ৷ বিদ্যুৎ আইন 2003-এর ধারায় শুল্ক নির্ধারণের জন্য একটিই পদ্ধতি ব্যবহারের কথা বলা হয়নি ৷ যথাযথ কমিশন দরপত্রের মাধ্যমে আসা ট্যারিফকে অস্বীকার করতে পারে না ।"

আরও পড়ুন:তাজপুর বন্দর তৈরির দায়িত্ব আদানি গোষ্ঠীর, জানালেন ফিরহাদ

আদালত আরও বলেছে, "এমইআরসি শুল্ক নির্ধারণের জন্য কোনও নির্দেশিকা তৈরি করেনি, তাই সাধারণ নিয়ন্ত্রক ক্ষমতার উপর ভিত্তি করে ট্যারিফ নির্ধারিত হবে ৷ মহারাষ্ট্র সরকারের মন্ত্রিগোষ্ঠী বিডিং-এর মাধ্যমে ট্যারিফ নির্ধারণ করেনি ৷"

জাতীয় নীতি মেনে 2003 সালের বিদ্যুৎ আইনের 61নং ধারা অনুযায়ী ট্যারিফ সংক্রান্ত নির্দেশিকা তৈরির জন্য সব রাজ্যের কমিশনকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details