নয়াদিল্লি, 3 মার্চ : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ফারুক আবদুল্লার বিরুদ্ধে করা দেশদ্রোহী মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
ফারুকের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
ফারুকের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা খারিজ।
ফারুক আবদুল্লা একটি টেলিভিশন শো তে বলেছিলেন, কাশ্মীরে 370 ধারা ফিরিয়ে আনা দরকার। এবং প্রয়োজন হলে চিনের সাহায্য় নেওয়া যেতে পারে। এর পরেই তাঁর বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দায়ের করা হয়। বলা হয়, ফারুক আবদুল্লা যেটা বলেচেন তা দেশ বিরোধী এবং তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা উচিত।
বিচারপতি সঞ্জয় কিশান এবং হেমন্ত গুপ্তার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল আজ। সেখানে বিচারপতি বলেন, কারোর সঙ্গে মতপার্থক্য় হলে তাঁকে দেশদ্রোহী বলা যায়না। পাশাপাশি মামলাকারীকে 50 হাজার টাকা জরিমানাও দিতে বলেছে বিচারপতিদের বেঞ্চ।
TAGGED:
ফারুক আবদুল্লা