নয়াদিল্লি, 19 জানুয়ারি: ফের সুপ্রিম কোর্টে ধাক্কা বিলকিস বানো মামলায় দোষী 11 জনের ৷ আত্মসমর্পণের জন্য যে সময় অভিযুক্তরা চেয়েছিল, তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷ রায় দেওয়ার সময় শীর্ষ আদালত কারণ হিসেবে উল্লেখ্য করে, "11 জন দোষীর আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চাওয়ার কোনও যৌক্তিকতা নেই ৷" উল্লেখ্য, গত 8 জানুয়ারি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলায় গুজরাত সরকারের দোষীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দেয় ৷ সেই রায়ের পর গতকাল দোষীরা আত্মসমর্পণের জন্য সময় চেয়ে আবেদন করেছিল ৷
গুজরাত সরকারের সিদ্ধান্ত খারিজ করা বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চেই আজকের মামলার শুনানি ছিল ৷ যেখানে আদালতের তরফে মন্তব্য করা হয়, "আমরা সিনিয়র কাউন্সেল, আবেদনকারীদের কাউন্সেল এবং অপর পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছি ৷ এখানে আবেদনকারীরা আত্মসমর্পণ ও সংশোধনাগারে রিপোর্ট করার সময় পিছিয়ে দেওয়ার যে কারণ দেখিয়েছেন, তার কোনও যৌক্তিকতা নেই ৷ তাঁদের কারণগুলি কোনওভাবেই আমাদের দেওয়া নির্দেশ পালনে বাধা সৃষ্টি করবে না ৷ তাই বিবিধ আবেদন খারিজ করা হল ৷"