নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি:দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক বিবিসি-র (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) সম্প্রচার ৷ কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার তরফে করা এই আবেদন শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা শীর্ষ আদালতে এই আবেদন করেছিলেন ৷ একই আবেদন করা হয়েছিল বীরেন্দ্রকুমার সিং নামে এক কৃষকের তরফেও (Supreme Court dismissed petition seeking ban on BBC) ৷ এদিন এই আবেদন খারিজ করে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এমএম সুন্দরেশ জানিয়েছেন, ভুল ধারণার ভিত্তিতে এই আবেদন করা হয়েছে ৷
শুক্রবার এই জনস্বার্থ মামলা খারিজ করে বিচারপতি খান্না বলেন, "ভুল ধারণার ভিত্তিতে এই আবেদন জানানো হয় ৷ এই আবেদনের কোনও মূল্য নেই ৷ এর উপর ভিত্তি করে কী করে সুপ্রিম কোর্ট সেন্সরশিপ আরোপ করে পারে ?" যদিও এদিন শীর্ষ আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী পিঙ্কি আনন্দ দাবি করেন, বিবিসি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে চলে এবং তাদের তৈরি এই তথ্যচিত্র ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের অংশ ৷