পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Z Plus Security for Ambani's: আম্বানিদের ভারত ও বিদেশে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের - মুকেশ আম্বানি

ভারত ও বিদেশে আম্বানিদের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা (Z Plus Security for Ambani) দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ ভারতের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত করবে মহারাষ্ট্র সরকার ৷ আর বিদেশে আম্বানিদের নিরাপত্তা প্রদানের দায়িত্ব কেন্দ্রকে দিয়েছে শীর্ষ আদালত ৷

Z Plus Security for Ambani's ETV BHARAT
Z Plus Security for Ambani's

By

Published : Mar 1, 2023, 11:53 AM IST

নয়াদিল্লি, 1 মার্চ: শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারের সকল সদস্যদের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা (Z Plus Security to Mukesh Ambani Family Members) ৷ সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে ৷ ভারত এবং বিদেশের সর্বত্র এই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন আম্বানিরা ৷ এই নির্দেশ দেওয়ার সময় বিচারপতি কৃষ্ণা মুরারি এবং বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহ-র বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, যদি তাঁদের উপর হামলার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে নিরাপত্তা শুধুমাত্র নির্দিষ্ট কিছু জায়গায় সীমাবদ্ধ রাখা যাবে না ৷

শীর্ষ আদালত তার রায়ে জানিয়েছে, সর্বোচ্চ জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা আম্বানিদের পরিবারের 2-6 জন সদস্যদের পুরো ভারত জুড়ে দেওয়া হবে ৷ এই নির্দেশে বলা হয়েছে, ভারতের সর্বত্র আম্বানি পরিবারের 2-6 জন সদস্যের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মহারাষ্ট্র সরকার এবং তার স্বরাষ্ট্র দফতরকে ৷ একইভাবে আম্বানিদের পরিবারে সদস্যদের বিদেশে সফরের সময় সমসংখ্যক সদস্যকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেবে ভারত সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রক ৷

তবে, এই পুরো নিরাপত্তা ব্যয় আম্বানিদের নিজেদের বহন করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷ দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভারতের মধ্য এবং বিদেশে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার জন্য হওয়া সব খরচ আম্বানিদের বহন করতে হবে ৷ এই নির্দেশ দিতে গিয়ে আদালত জানিয়েছে, আদালত দেখেছে 2-6 জনকে নিরাপত্তা দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিতর্ক তৈরি হয়েছে ৷ এমনকি হাইকোর্টে মামলা হয়েছে ৷

আরও পড়ুন:হিন্ডেনবার্গের ধাক্কা, গৌতমকে হটিয়ে ফের বিশ্বের ধনীতম ভারতীয় মুকেশ

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে বিকাশ সাহা নামে এক ব্যক্তির মামলার প্রেক্ষিতে ৷ সেখানে তিনি 2022 সালের 22 জুলাইয়ের আম্বানিদের নিরাপত্তা সংক্রান্ত একটি নির্দেশিকার ব্যাখ্যা চেয়েছিলেন ৷ সেখানে কেন্দ্রকে আম্বানি পরিবারকে নিরাপত্তা প্রদানের ছাড়পত্র দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন:কোভিডকালে সম্পত্তি বেড়েছে 24 শতাংশ, এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি

ABOUT THE AUTHOR

...view details