পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC on Manipur Viral Video: সিবিআইকে বয়ান রেকর্ডে নিষেধ, আজ মণিপুরের দুই নির্যাতিতার কথা শুনবে সুপ্রিম কোর্ট - দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

Supreme Court on Manipur Viral Video: মণিপুরের ভাইরাল ভিডিয়োর ঘটনায় দেশের শীর্ষ আদালত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ৷ আজ ওই দুই নির্যাতিতার কথা শুনবে দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ ৷ তাই আপাতত সিবিআই ওই দুই তরুণীর বয়ান রেকর্ড করতে পারবে না, নির্দেশ আদালতের ৷

ETV Bharat
সুপ্রিম কোর্ট

By

Published : Aug 1, 2023, 12:09 PM IST

Updated : Aug 1, 2023, 1:41 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট: দুই নির্যাতিতার ভিডিয়ো ভাইরালের ঘটনায় নয়া মোড় ৷ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, সিবিআই যেন মণিপুরে ভাইরাল হওয়া ভিডিয়োর দুই নির্যাতিতার বয়ান রেকর্ড না-করে ৷ আজ দুুপুর 2টোয় এই মামলাটির শুনানি করবে সর্বোচ্চ আদালত ৷ 4 মে মণিপুরে কুকি সম্প্রদায়ের দুই তরুণীকে নগ্ন করে হাঁটানো হয় বলে অভিযোগ ৷ 19 জুলাই এই ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই উত্তাল হয়ে ওঠে দেশ, রাজনীতি ৷

মণিপুরের হিংসার ঘটনা এবং ভাইরাল হওয়া ভিডিয়ো নিয়ে একগুচ্ছ মামলা জমা পড়েছে সুপ্রিম কোর্টে ৷ কাল থেকেই তার শুনানি শুরু করেছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ ৷ ইতিমধ্যে এই ঘটনায় এফআইআর করেছে সিবিআই ৷

আরও পড়ুন: অন্য ঘটনার তুলনা টেনে মণিপুরের ঘটনার বিচার করা যায় না, মন্তব্য প্রধান বিচারপতির

এ দিনই ভাইরাল হওয়া ভিডিয়োর দুই নির্যাতিতা আবেদন জানিয়েছিলেন, তাঁরা সিবিআই তদন্ত চান না ৷ আজ শীর্ষ আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দেয়, সিবিআই যেন ওই দুুই মহিলার বয়ান রেকর্ড না-করে ৷ আদালত নিজেই বিষয়টি খতিয়ে দেখবে ৷

কুকি সম্প্রদায়ের দুই নির্যাতিতার আইনজীবী নিজাম পাশা আদালতে জানান, সিবিআই তাঁদের ডেকে পাঠিয়েছে ৷ তখন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ বিষয়টি পর্যালোচনা করে ৷ তখন সলিসিটর জেনারেল জানান, তিনি বিষয়টি জানেন না ৷

এই অবস্থায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ বলে, "সিবিআই আধিকারিকদের অপেক্ষা করতে বলুন ৷ আমরা আজ দুপুর 2টোয় বিষয়টি শুনব ৷"

আরও পড়ুন: না-পারলে আমাদের দায়িত্ব দিন, আমরা মণিপুরে শান্তি ফেরাব: মমতা

সোমবার মণিপুরের এই ভাইরাল ভিডিয়ো ও অন্য হিংসার ঘটনাগুলিতে রীতিমতো অসন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ আদালত ৷ দুই তরুণীকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়োকে 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ তাঁর নেতৃত্বে গঠিত বেঞ্চ প্রশ্ন তোলে, 18 মে কেন এফআইআর দায়ের হল ? তার আগে পুলিশ কী করছিল ? পুলিশ ও প্রশাসন এফআইআর করতে কেন এত দেরি করল, তা জানতে চেয়েছে শীর্ষ আদালত ৷ পাশাপাশি কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি অথবা বিশেষ তদন্তকারী দলকে দিয়ে এই ঘটনার তদন্তের দিকটি খতিয়ে দেখছে আদালত ৷

Last Updated : Aug 1, 2023, 1:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details