নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: 2016 সালের নবম রেবিয়া রায় (2016 Nabam Rebia Judgement) দেয় সুপ্রিম কোর্ট ৷ ওই রায়ে অধ্যক্ষকে বিধায়কদের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করা হয়েছিল শীর্ষ আদালতের তরফে ৷ মহারাষ্ট্রে শিবসেনার একনাথ শিন্ডের (Maharashtra CM Eknath Shinde) পক্ষের বিধায়কদের সদস্যপদ খারিজ সংক্রান্ত মামলায় ওই রায় পুনর্বিবেচনার আবেদন করা হয় শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির (Shiv Sena Uddhav Thackeray Faction) থেকে ৷ তা বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে পাঠিয়ে দেওয়া হোক, এমনও আবেদন হয় ৷ কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court) উদ্ধবদের এই আবেদন খারিজ করে দিয়েছে ৷
যদিও শীর্ষ আদালতে পাঁচ বিচারপতির এক সাংবিধানিক বেঞ্চ (Constitution Bench) তৈরি হয়েছে ৷ তারাই এই মামলার শুনানি করছে ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI D Y Chandrachud) নেতৃত্বে এই বেঞ্চ গঠিত হয়েছে ৷ শুক্রবার সেখানে নবম রেবিয়া মামলার উদাহরণ টানা হবে কি না, সেই নিয়েই শুনানি হয়৷ আর উদ্ধব শিবিরের আবেদন খারিজ হয়ে যায় ৷ আর শুনানিতে প্রধান বিচারপতি জানান, এই মামলা বৃহত্তর বেঞ্চের কাছে রেফার করা হবে কি না, তা শুনানির সময় মামলার যোগ্যতার ভিত্তিতে ঠিক হবে ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার সকাল সাড়ে 10টা নাগাদ হবে ৷